বানারীপাড়া প্রতিবেদক ॥ বরিশালের বানারীপাড়ায় সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে স্বরূপকাঠি-বানারীপাড়া-বরিশাল সড়কের একাংশ ধসে পড়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে সড়কের ওই অংশ থেকে রাত-দিন ঝুঁকি নিয়ে যাত্রীবাহী বাস-পরিবহন ও মালবাহী ট্রাকসহ শত শত যানবাহন চলাচল করছে। এর ফলে যেকোন সময় বড় ধরণের দূর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। জানা গেছে, গত দু’বছর পূর্বে ওই সড়কে কার্পেটিংয়ের সংস্কার কাজ করা হয়। অভিযোগ রয়েছে ওই সময় সড়কের পাশের খালের পাড়ে পাইলিং না করায় গত কয়েকদিনের টানা বর্ষণে খালের পাশের মাটি সরে গিয়ে সড়কের এক তৃতীয়াংশ দেবে ধসে পড়েছে। ফলে সড়কের ওই অংশটি অনেকটা মরণফাঁদে পরিণত হয়েছে। এ বিষয়ে বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য ও বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক বলেন জনগুরুত্বপূর্ণ ওই সড়কে যান চলাচল নির্বিঘœ রাখতে ও দূর্ঘটনা এড়াতে ক্ষতিগ্রস্থ অংশ দ্রুত সংস্কারের জন্য রোববার বিকালে সওজ’র নির্বাহী প্রকৌশলীকে বলেছেন। এ প্রসঙ্গে বরিশাল সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ খান বলেন অতিদ্রুত স্বরূপকাঠি-বানারীপাড়া-বরিশাল সড়কের ধসে পড়া ওই অংশ সংস্কার করে দেওয়া হবে। প্রয়োজনে তিনি ঘটনাস্থল পরিদর্শণ করবেন বলেও জানান।
Leave a Reply