বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক (জেডি) শেখ ফরিদ উদ্দিন সোয়াদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ সোমবার সকালে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। শেখ ফরিদ উদ্দিন সোয়াদ বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে সন্তান রেখে গেছেন।
ফরিদের এক সহকর্মী ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক শেখ ফরিদ উদ্দিন সোয়াদ আর আমাদের মাঝে নেই। করোনার সঙ্গে শেষ পর্যন্ত যুদ্ধ করে আজ সকালে হলি ফ্যামিলি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।’
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, ‘যুগ্ম পরিচালক ফরিদ উদ্দিন আজ সকালে হলি ফ্যামিলি হাসপাতালে মারা গেছেন। তবে উনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা এটি আমি নিশ্চিত নই, তার ডেট সার্টিফিকেট পেলে এটি জানা যাবে।’
Leave a Reply