মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥ বরিশালের মেহেন্দিগঞ্জে বিভিন্ন খালে রাসায়নিক কিটনাশক ঔষধ ( বিষ) দিয়ে চিংড়ি মাছ স্বমূলে নিধন করছে। এভাবে বিষ দিয়ে নিধন করলে দেশ থেকে হারিয়ে যাবে চিংড়ি নামের মৎস সম্পদ। মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরে প্রশাসনের নাকের ডগায়ই পাচানি ঘাট খালের মধ্যে বিষপ্রয়োগ করে চিংড়ি মাছ নিধন করা হচ্ছে। স্থানীয়দের দাবী অচিরেই বাংলাদেশ থেকে চিংড়ি নামের মৎস্য সম্পদ বিলিন হবে কারন দূস্কৃতিকারিরা বিভিন্ন খাল বিল নদীতে বিষ প্রয়োগ করে এই সম্পদ কে ধ্বংস করছে যতটুকু ধরছে তার চেয়ে আনেকগুন বেশি পানির নিচে মরে যায়। কোন আইনেই এদের কে আটক করতে পাছেনা প্রশাসন।মৎস্য দপ্তরে একাধিক বার এদের সম্পর্কে অবহিত করেও কোন প্রতিকার পাওয়া যায়নি।উর্ধতন কর্তৃপক্ষ বিষয়গুলো তথ্য সাপেক্ষে ক্ষতিয়ে দেখার অনুরোধ করছি।উল্লেখ্য কিটনাশক ব্যাবসায়ীরা চওরা দামে গোপনে ঔষাদ বিক্রি করে আর সামান্য মাছের লোভে নির্মুল হচ্ছে দেশ থেকে চিংড়ি নামের সম্পদ। এ বিষয়ে মেহেন্দিগঞ্জ মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল এর নিকট জানতে চাইলে তিনি বলেন, আমার দপ্তরের পাশে উপজেলা খালেও বিষ প্রয়োগকরে মাছ ধরতে শুনেছি তবে কে বা কাহার দেয় তা ধরা সম্ভব হয়না এ জন্যই কিছু করা সম্ভব হয়না তবে হ্যা যারা মাছ ধরে ওদের কে ধরলেই বিষ প্রয়োগ কারির সন্ধান পাওয়া যাবে।
Leave a Reply