বগুড়ায় করোনা রোগী শনাক্তের ৮৫ দিনে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্ত হয়েছেন ৭৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০৭ জন। আর মৃতের সংখ্যা ৭৭ জন।
বুধবার বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, ৭৭ জন আক্রান্তের মধ্যে পুরুষ ৫৪ জন, নারী ১৩ জন এবং শিশু ১০ জন। এদের মধ্যে বগুড়া সদরে ৩৮ জন, শাজাহানপুরে ১০ জন, নন্দীগ্রামে ১০ জন, কাহালুতে চারজন, দুপচাঁচিয়ায় পাঁচজন, সারিয়াকান্দিতে চারজন, শিবগঞ্জে তিনজন, ধুনটে দু’জন এবং শেরপুরে একজন রয়েছেন।
Leave a Reply