ডেক্স রিপোর্ট ॥ করোনা দুর্যোগের কারনে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের দৈনন্দিন সকল কার্যক্রম স্থবির হয়ে পরে। বিশেষ করে গণমাধ্যম কর্মীদের কাজের ক্ষেত্রে ব্যাপক বেগ পেতে হয়। ভয়াবহ করোনা আতঙ্কের মধ্যেও কাজ করতে হয় সংবাদকর্মীদের। এতোকিছুর মধ্যেও দৈনিক দখিনের খবর পত্রিকা সাধারন মানুষের সেবায় প্রকাশনা অব্যাহত রেখেছে। পত্রিকায় কর্মরত কর্মকর্তা, কর্মচারী, জেলা-উপজেলা প্রতিনিধি সকলে যে যার অবস্থান থেকে প্রতিনিয়ত জনকল্যানে সংবাদ সংগ্রহের কাজ অব্যাহত রেখেছেন। করোনা দুর্যোগে জীবনবাজী রেখে সংবাদকর্মীসহ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কাজ করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মোঃ জাহাঙ্গীর। নিয়মিত বেতন-ভাতা প্রদানের জন্য পত্রিকার কর্মকর্তা-কর্মচারীরাও কর্তৃপক্ষের প্রশংসা করেন। আগামীতে পত্রিকাটি আরও সৃজনশীল ও পাঠকপ্রিয় করার গুরুত্বারোপ করেন কর্তৃপক্ষ।
২৮ জুন রবিবার বেলা ১২ টার সময় দৈনিক দখিনের খবর পত্রিকার পরিচালনা পর্ষদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রকাশক ও সম্পাদক কাজী মোঃ জাহাঙ্গীর। এসময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা মনিরুজ্জামান সালেক, প্রধান নির্বাহী সম্পাদক আবুল কালাম আজাদ, নির্বাহী সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক মামুন মল্লিক, যুগ্ম বার্তা সম্পাদক একে আজাদ, ফটোসাংবাদিক মেহেদী হাসানসহ সকল কর্মকর্তা-কর্মচারী। সভায় পত্রিকার মান উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
Leave a Reply