রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪২ অপরাহ্ন

উপ-সম্পাদক :: দিদার সরদার
প্রধান সম্পাদক :: সমীর কুমার চাকলাদার
প্রকাশক ও সম্পাদক :: কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদক :: মাসুদ রানা
সহ-সম্পাদক :: এস.এম জুলফিকার
প্রধান নির্বাহী সম্পাদক :: মামুন তালুকদার
নির্বাহী সম্পাদক :: সাইফুল ইসলাম
ব্যবস্থাপনা সম্পাদক :: আবুল কালাম আজাদ
সংবাদ শিরোনাম :
মহিলা দলের ৪৬ তম জন্মদিন উপলক্ষে বরিশাল মহানগর মহিলা দলের উদ্যোগে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ছাত্র আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করেন এস সরফুদ্দিন আহমেদ সান্টু ছয় বছর পর নিজ নির্বাচনী এলাকায় হাজারো জনতার ফুলেল শুভেচ্ছায় সিক্ত সান্টু  বাকেরগঞ্জের সাংবাদিক হাবিবের উপরেহামলাকারী মামলার এজাহারভুক্ত আসামি , শফিকুল ইসলাম রিপন শ্রী ঘরে , গৌরনদীতে দীর্ঘ ১৭ বছর পর বিএনপির সমাবেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে গৌরনদীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ মেয়ের অসুস্থতার খবরে একদিন আগেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী মেসির ১, আর্জেন্টিনার ২ : কোপার ফাইনালে বিশ্বচ্যাম্পিয়নরা ফ্রান্সকে বিদায় করে ইউরোর ফাইনালে স্পেন নৃশংস হত্যাযজ্ঞ, শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় নিহত ২৯
নৌ দূর্ঘটনা তদন্তে অগ্রগতি নেই

নৌ দূর্ঘটনা তদন্তে অগ্রগতি নেই

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-ঢাকা সহ দক্ষিণাঞ্চলে নৌ-পথে গত ৫ বছরে নৌ দূর্ঘটনার পরপরই কখনো ৩ সদস্য.৫ সদস্য ও ৭ সদস্য তদন্ত কমিটি গঠন করে তদন্ত কমিটিকে দায়ীত্ব দেয়ার পরে সেসকল তদন্তের প্রতিবেদন ও দোষী ব্যাক্তি সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত বিচার ব্যবস্থা গ্রহন করা হয়েছে সেধরনের কোন নজির এখন পর্যন্ত দেখা যায়নি। অন্যদিকে নৌ-পথে দূর্ঘটনা ঘটলে নৌ-যান সহ মালিক পক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা রাখা হলেও সড়ক পরিবহনের দূর্ঘটনায় মালিক পক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না রাখায় লঞ্চ মালিক সমিতি রয়েছে চরম ক্ষোভ এবং এধরনের সরকারের কালো আইন বাতিলের দাবী জনান। অন্যদিকে সমুদ্র পরিবহন কর্তৃপক্ষ বড় ও ছোট নৌ-যানের সারেং,মাস্টার ও সুকানীদের কিধরনের প্রশিক্ষণ দিয়ে তারা সনদ প্রদান করে তা নিয়েও মালিক পক্ষের রয়েছে নানা অভিযোগ। সূত্রমতে আমাদের দেশে লঞ্চডুবির ঘটনা নিয়মিত এবং অন্যতম ভয়াবহ দুর্ঘটনাগুলোর একটি। প্রায় প্রতিবছরই নৌপথে ছোট-বড় লঞ্চ বা ট্রলার দুর্ঘটনা অহরহ ঘটনার জন্ম দিচ্ছে। সেই সাথে প্রতিবছরই লঞ্চডুবির ঘটনায় শত শত মানুষের মৃত্যু ঘটছে।
দেখা যায় ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রীবহন, চালকদের অদক্ষতা-অনভিজ্ঞতা, লঞ্চের নকশায় সমস্যা, লঞ্চের ফিটনেস তদারকির অভাব, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি কারণে লঞ্চ দুর্ঘটনা ঘটে থাকে। সর্বশেষ সোমবার জুন ২০২০ সকালেই ঘটেছে ভয়াবহ লঞ্চডুবির ঘটনায় শিশু.মহিলা পুরুষ সহ প্রায় ৩০ থেকে ৩৫ জনের মত যাত্রীর প্রানহানীর ঘটনা ঘটেছে। গত ৫ বছরের পিছনের দিকে তাকালে দেখা যায় বিভিন্ন সময়ে বরিশাল-ঢাকা নৌপথ সহ দক্ষিণাঞ্চল ও বিভিন্ন নৌপথে ঘটেছে প্রাণহানী নৌ দূর্ঘটনা। সর্বশেষ ৫ বছরে দেশের ভয়াবহ লঞ্চ দুর্ঘটনাটনার তথ্যমতে বরিশাল-ঢাকা নৌপথে সুরভী-৭ ও পিএস মাহসুদের সংঘর্ষ ২০১৬ সালের ৫ জুলাই বরিশালের কীর্তনখোলা নদীতে ঢাকাগামী সুরভী-৭ লঞ্চের সঙ্গে ভোররাতে বরিশালগামী সরকারি নৌযান পিএস মাহসুদের সংঘর্ষের ঘটনায় ছয়জন নিহত হন। আহত হন ১৫ জন। হতাহত সবাই পিএস মাহসুদের যাত্রী। গ্রীন লাইন ২০১৭ সালের ২২ এপ্রিল বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা নদীর বেলতলা খেয়াঘাট এলাকায় বালুবাহী একটি কার্গোর ধাক্কায় এমভি গ্রীন লাইন-২ লঞ্চের তলা ফেটে যায়। লঞ্চটি তাৎক্ষণিকভাবে তীরের ধারে নেওয়ার কারনে দুই শতাধিক যাত্রী সে যাত্রায় প্রাণে বেঁচে যায়। ৩ লঞ্চডুবি ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীর ওয়াপদা চেয়ারম্যান ঘাটের টার্মিনালে তীব্র স্রোতের মুখে ডুবে যায় তিনটি লঞ্চ। এতে একই পরিবারের তিন জনসহ লঞ্চ স্টাফ ও যাত্রীসহ ২২ জন লোক ছিল। এমভি রিয়াদ ২০১৯ সালের ২২ জুন মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে এমভি রিয়াদ নামের একটি লঞ্চের তলা ফেটে অর্ধেক পানিতে ডুবে যায়। লঞ্চের তলা ফেটে পানি উঠতে শুরু করলে অন্য ট্রলার গিয়ে লঞ্চযাত্রীদের উদ্ধার করে নিরাপদে নিয়ে যায়।
দুই লঞ্চের সংঘর্ষ ২০২০ সালের ১৩ জানুয়ারি বরিশাল-ঢাকা নৌ-পথের মেঘনা নদীর চাঁদপুর সংলগ্ন মাঝ কাজীর চর এলাকার মাঝ নদীতে দুই লঞ্চের সংঘর্ষে দুই যাত্রী নিহত এবং আটজন আহত হয়। হতাহতদের মধ্যে নিহত দুজনসহ আহত তিনজন এমভি কীর্তনখোলা-১০ লঞ্চের এবং বাকি আহত পাঁচজন এমভি ফারহান-৯ লঞ্চের যাত্রী ছিলেন। বুড়িগঙ্গায় লঞ্চডুবি ২০২০ সালের ২৯ জুন অর্থাৎ আজ সকালে রাজধানীর শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে প্রকাশ্য দিবালোকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনা ঘটে। বড় একটি লঞ্চের ধাক্কায় ছোট যাত্রীবাহী লঞ্চ এ দুর্ঘটনার কবলে পড়ে প্রায় ৩০ থেকে ৩৫ জনের মত যাত্রর সলিল সমাধি ঘটে। ঘটনার পরপরই নিহত যাত্রীদের লাশ উদ্ধার করা হয়। তবে এঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই নৌ দূর্ঘটনার তদন্তের প্রতিবেদন কি পূর্বের মত অন্ধকারের বদ্ধঘড়ে বন্দি হয়ে থাকবে নাকি আলোর দেখবে তা এখন দেখার বিষয় হয়ে উঠেছে। এব্যাপারে লঞ্চ মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সুন্দরবন নেভিগেশনের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু বলেন, নৌপথে প্রায় সময়ে যে দূর্ঘটনা ঘটে তা মাস্টার সুকানীর অদক্ষতা,গাফলতির কারনেই বেশীর ভাগ সময়ে ঘটে থাকে।
এখানে এরা যদি একটু সচেতনতা অবলম্বন করে লঞ্চ চলাচলের ক্ষেত্রে পরিচালনা করে তাহলে এধরনের দূর্ঘটনা এড়িয়ে যাওয়া সম্ভব বলে তিনি মনে করেন।
তিনি আরো বলেন, আমরা যদি সরকারী প্রশিক্ষণ প্রাপ্ত মাস্টার,সুকানী স্টাপ না রাখি তাহলে সরকার আমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করে। এখানে তিনি প্রশ্ন রেখে বলেন এরাই আবার সরকারী সমুদ্র পরিবহন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহন করে সনদ নিয়ে আসে তাহলে এদেরকে তারা কি প্রশিক্ষণ দিয়েছে। সাইদুর রহমান রিন্টু আরো বলেন আমরা এককটি লঞ্চের পিছনে যে পরিমান টাকা খরচ করে যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছি সেখানেতো আমরা এই টাকা অণ্যখ্যাতে লাগিয়ে ব্যবসা করতে পারি কিন্তু তারপরেও আমরা সাধারন যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছি। অন্যদিকে সড়ক পথেও মালিক পক্ষ যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছে সেখানেও দূর্ঘটনা ঘটে কিন্তু এখানে দূর্ঘটনা ঘটলে মালিক পক্ষের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থ গ্রহন করার কোন আইন সরকার রাখে নাই। অথচ নৌপথে দূর্ঘটনা ঘটলে সেখানে সবার আগে সরকার থেকে শুরু সব মহলে লঞ্চ মালিকদের নিয়ে টানা হেচড়া করে তাই আমরা প্রতিবারই এধরনের কালো আইন বাতিল করার জন্য আবেদন করে আসছি। এছাড়া যাদেরকে দিয়ে তদন্ত কমিটি গঠন করে দায়ীত্ব দেয়া হয় তারাই বেশীর ভাগ সময় তদন্তের প্রতিবেদন দাখিল করে না বলে তিনি দাবী করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com