নিজস্ব প্রতিবেদক ॥ করোনা টেস্টে ফি আরোপ স্বাস্থ্য মন্ত্রনালয়ের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সমাজ তান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা কমিটি। একই সাথে অবিলম্বে করোনা পরীক্ষার আরোপিত ফি প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা। করোনা টেস্টের ফি প্রত্যাহারের ও চিকিৎসা এবং টেস্টে সরকারি বরাদ্দ বৃদ্ধির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করে প্রতিবাদ জানিয়েছে তারা। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে বিক্ষোভ সমাবেশ করে তারা। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা শাখার আহবায়ক ইমরান হাবিব রুমন। বক্তব্য রাখেন , বাদস বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী। এসময় মনিষা বলেন, করেনার এই মহামারি সংকটের সময় সরকার দূর্নীতিকে প্রশ্রয় দিয়ে সাধারন মানুষের গলা কাটছে। লুটপাটের সর্গ রাজ্যে কায়েম করছে আওয়ামীলীগ সরকার। দূর্নীতিতে নিমজ্জিত স্বাস্থ্য মন্ত্রনালয়। তারা দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশের মানুষ যাতে করোনা টেস্ট না করাতে পারে তার সব ব্যবস্থা করকার করছে। সরকার মনে করছে যদি টেস্টের জন্য ফি নির্ধারন করে দেওয়া হয় তবে মানুষ আর স্টে করাতে যাবে না। আর বাংলাদেশের করোনা পরীক্ষাও কমে আসবে। এই ফি আরোপ করার মানেই হচ্ছে নো টেস্ট নো করোনা। সভাপতির বক্তব্যে বাসদের আহবায়ক ইমরান হাবিব রুমন বলেন, সরকার করোনা পরীক্ষার জন্য সাধারন মানুষের কাছে হাসপাতালে গিয়ে টেস্ট করলে ২০০ টাকা আর বাসায় গিয়ে করলে ৫০০ টাকা ফি নির্ধারন করেছে। এর মাধ্যমে সরকার বুঝিয়ে দিয়েছে তারা মানুষের জন্য চিন্তা করেনা। তারা স্বাস্থ্য খাতের দূনীতির লাগাম টেনে ধরতে না পেরে মানুষের পকেট কাটছে। আমরা এই ফি বালিতের দাবি জানাই। অন্যথায় আরো দূবার আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশে আরো বক্তব্য রাখেন, বাসদ মার্কবাদী আহবায়ক সাইদুর রহমান, ছাত্র ফ্রন্টের মহানগরে সাংগঠনিক সম্পাদক মোঃ সুজন সিকদার, ছাত্র ফ্রন্টের সাবেক সভাপতি সন্তু মিত্র, শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, শ্রমিক নেতা নুরুল হক প্রমুখ। এর আগে নগরের ফকির বাড়ী বাসদ বরিশাল এর কার্যালয় থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে অশিন্বনী কুমার টাউন হলের সামনে এসে বিক্ষোভ কর্মসূচী পালন করে।
Leave a Reply