বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:০৮ অপরাহ্ন

উপ-সম্পাদক :: দিদার সরদার
প্রধান সম্পাদক :: সমীর কুমার চাকলাদার
প্রকাশক ও সম্পাদক :: কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদক :: মাসুদ রানা
সহ-সম্পাদক :: এস.এম জুলফিকার
প্রধান নির্বাহী সম্পাদক :: মামুন তালুকদার
নির্বাহী সম্পাদক :: সাইফুল ইসলাম
ব্যবস্থাপনা সম্পাদক :: আবুল কালাম আজাদ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের বিজ্ঞ নেতৃত্বের কারণে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি-এম. জহির উদ্দিন স্বপন গৌরনদীতে দৈনিক যুগান্তরের বিরুদ্ধে বিড়ি শ্রমিক ও ব্যবসায়ীদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল দুষ্টামিটাও ছিল যেমন স্পর্শকাতর, খেসারাতটাও দিতে হল তেমনি ভয়ঙ্কর বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের ৫ সদস্যের বরিশাল মহানগরে আহ্বায়ক কমিটি গঠন গৌরনদীতে ইউএনওর নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে খালের কুচুরিপানা ও ময়লা পরিস্কার করল বৈষম্য বিরোধী ছাত্ররা বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে গৌরনদীতে জাতীয় সমবায় দিবস পালিত আমাদের নেতা তারেক রহমান একটি সাম্যের বাংলাদেশ গড়তে চান-জহির উদ্দিন স্বপন মেয়র হারিছ গ্রেপ্তারের খবরে গৌরনদীতে সাধারন মানুষের উল্লাস ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষাভ মিছিল গৌরনদীতে এইচপিভি টিকা দান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন কাশিপুরের ড্রেজার ব্যবসায়ী সুমনের অপকর্মে কেউ খুন হলে দায় নেবে না বিএনপি
বিপদসীমার উপরে কীর্তনখোলার পানি: বরিশালের নিম্নাঞ্চল প্লাবিত

বিপদসীমার উপরে কীর্তনখোলার পানি: বরিশালের নিম্নাঞ্চল প্লাবিত

নিজস¦ প্রতিনিধি ॥ অস্বাভাবিক জোয়ারের পানিতে ভাসছে বরিশাল নগরীর নি¤œাঞ্চল। দেশের বিভিন্ন স্থানে অব্যাহত বৃষ্টিপাত ও বন্যার পানি বেড়ে যাওয়ায় পানির চাপ বেড়েছে কীর্তনখোলা নদীতে। এর সাথে জোয়ারের পানি যোগ হয়ে ঢুকে পড়ে নগরীতে। গতকাল শনিদুপুর নাগাদ নদীতে জোয়ার আসার সাথে সাথে ডুবে যায় নগরীর অপেক্ষাকৃত এলাকার নি¤œাঞ্চল। ফলে চরম ভোগান্তিতে পড়েন এলাকাবাসী। পাশাপাশি তীব্র যানজট সৃষ্টি হয় ওইসব এলাকার সড়কগুলোতে। খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল সাগরদীর দরগাহবাড়ি, ধানগবেষণা রোড, দ: আলেকান্দার ব্যাপ্টিস্ট মিশন রোড, কেডিসি বস্তি এলাকা ও পলাশপুরের নি¤œাঞ্চল, ভাটারখালসহ বেশ কয়েকটি এলাকার রাস্তাঘাট জোয়ারের পানিতে তলিয়ে যায়। শহরের বর্ধিতাংশ হিসেবে পরিচিত নগরীর কাশীপুর, টিয়াখালী, লাকুটিয়া, রুপাতলীরও বেশ কিছু অংশ নিমজ্জিত হয় জোয়ারের পানিতে। আকস্মিক এমন ঘটনায় ভোগান্তিতে পড়েন এসব এলাকার বাসিন্দা এবং পথচারীরা। হাঁটু পানি পেরিয়েই তাদের ফিরতে হয়েছে নির্দিষ্ট গন্তব্যে। বিকেল নাগাদ পানি কমতে শুরু করলেও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে উল্লিখিত এলাকাগুলোর রাস্তা-ঘাট। অনেক রাস্তার বিটুমিন সরে গিয়ে ইট-পাথরের খোয়া বেরিয়ে পড়েছে। পাশাপাশি বর্ধিত এলাকায় চাষকৃত বিভিন্ন মৌসুমী ফসলেরও ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। এতে পুনরায় ভোগান্তিতে পড়ার আশংকা করছেন নগরবাসী।
এসব এলাকার বাসিন্দারা জানান, নগরীর পুরানো সমস্যা বর্ষা মৌসুমের এই জলাবদ্ধতা। যদিও ইতিপূর্বে বর্ষা মৌসুমে নগরীর জলাবদ্ধতা নিরসনে ড্রেনগুলো পরিষ্কার ও সংস্কার করেছে বিসিসি। সচল করা হয়েছে ড্রেনেজ ব্যবস্থা। তবে প্রতিনিয়ত খাল এবং জলাশয় ভরাটের কারণে জোয়ারের পানি ঢুকলেও সহজে নামতে পারছেনা। দ্রুত এ অবস্থা নিরসনে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এ বিষয়ে ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মজিবর রহমান বলেন, জোয়ার এবং বৃষ্টিপাতের কারণে কিছু কিছু এলাকায় পানি জমছে। তবে কার্যকর নিষ্কাশন ব্যবস্থার কারণে দীর্ঘক্ষণ জমে থাকছে না, দ্রুতই নেমে যাচ্ছে। কাউন্সিলর মজিবর বলেন, জলবায়ু প্রকল্পের আওতাধীন খাল খনন কার্যক্রম বাবদ অর্থ বরাদ্দ করেছে বিসিসি। শীঘ্রই প্রকল্পের আওতায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। নগরবাসীরও পরিত্রাণ মিলবে সাময়িক জলাবদ্ধতার কবল থেকে। এদিকে আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, এখন বর্ষা মৌসুম চলছে। প্রতিবছরই এ মৌসুমে নদীতে পানির চাপ বেড়ে যায়। এর উপর যোগ হয়েছে উত্তরাঞ্চলের বন্যার প্রভাব। এসব কারণে হয়ত নগরীর নি¤œাঞ্চল তলিয়ে গেছে। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের কীর্তনখোলা নদীর গেজ রিডার মো. আবু রহমান জানান, কীর্তনখোলায় পানির সীমা স্বাভাবিকের চাইতে ২০ সেন্টিমিটার পর্যন্ত বেড়েছে। আর বিপদসীমার উপর রয়েছে ৬ সেন্টিমিটার। তিনি বলেন, বর্ষা মৌসুমের স্বাভাবিক বৃষ্টিপাত এবং উত্তরাঞ্চলে সৃষ্ট বন্যা পরিস্থিতির কারণে পানির চাপ বেড়েছে নগরী সংলগ্ন কীর্তনখোলায়। স্বাভাবিক পরিস্থিতিতে কীর্তনখোলায় পানির সীমা ২.৫৫ থাকলেও এখন তা রয়েছে ২.৬১ মিটারে। আর বরিশাল নগরীর ড্রেনেজ ব্যবস্থা কীর্তনখোলার সাথে সরাসরি যুক্ত থাকায় এর মাধ্যমে জোয়ারের পানি সহজেই ঢুকতে পারছে। তবে ২/১ দিনের মধ্যেই এ অবস্থার নিরসন হবে বলে জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com