বান্দরবানে সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলিতে ছয়জন নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও তিনজন। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে জেলা সদরের বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-প্রদিপ চাকমা, ডেভিড মারমা, জয় ত্রিপুরা, ডিতেন ত্রিপুরা, মিলন চাকমা ও রতন তঞ্চগ্যা। তারা সবাই জেএসএস এমএন লারমা গ্রুপের সদস্য বলে জানা গেছে। আর আহতরা হলেন- নিইয় চাকমা, বিদ্যুৎ ত্রিপুরা ও হ্লাওয়ংচি মারমা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে সশস্ত্র সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলি শুরু হয়। এ সময় জেএসএস এমএন লারমা গ্রুপের ছয় সদস্য নিহত হন।
জেলার ৬নং নোয়াপতং ইউনিয়নের সদস্য মিচি মার্মা বলেন, গুলিবিদ্ধ তিনজনকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, ঘটনার পর জেলা সদর থেকে সেনা সদস্য ও পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা নিহত ও আহতদের জেলা সদর হাসপাতালে নিয়ে আসছেন। ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখেছে যৌথ বাহিনীর সদস্যরা। এ ঘটনার পর জেলা শহরে আতঙ্ক বিরাজ করছে।
বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার জানান, সকাল ৭টার দিকে ওই সংঘর্ষের খবর পেয়েছেন তারা। তিনি বলেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনাস্থলে সেনাবাহিনীর কর্মকর্তারা রয়েছেন। রওনা দিয়েছে পুলিশ ফোর্সও।
তবে দুই পক্ষ কারা সেটি নিশ্চিত করতে পারেননি বান্দরবানের পুলিশ সুপার।
Leave a Reply