বরগুনা প্রতিনিধি ॥ বরগুনায় নতুন করে ২৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৩৪৭ জন। জেলা সিভিল সার্জন কার্যালয় বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে। সিভিল সার্জন অফিসের তথ্যমতে, আক্রান্তদের মধ্য ১১ জন পুলিশ সদস্য রয়েছেন। এদের মধ্য বরগুনা সদরে ১০ জন এবং আমতলী থানায় ১ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ২৭৩ জন আর নারী ৭৪ জন। সুস্থ হয়েছেন ১৯৭ জন। বর্তমানে চিকিৎসাধীন ১৬১ জন। জেলার সিভিল সার্জন হুমায়ূন শাহীন খান বলেন, শনাক্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। বরগুনায় সংক্রমণের সংখ্যা বেড়ে চলছে। জোনভিত্তিক লকডাউন অনুমতির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।
Leave a Reply