কাউখালী প্রতিনিধি ॥ পিরোজপুরের কাউখালী উপজেলা অগ্রনী ব্যাংক এর শাখা ও সদর ইউনিয়ন ভূমি অফিস লক ডাউন করা হয়েছে। বুধবার (৮ জুলাই) উপজেলা সদরের ওই ব্যাংকটির শাখা লক ডাউন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ খালেদা খাতুন রেখা। এর আগে উপজেলা সদর ইউনিয়ন ভূমি অফিসও লকডাউন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডাক্তার মোঃ হাবিবুর রহমান জানান, গত ১ জুলাই ওই ব্যাংকের একজন নারী সিনিয়র কর্মকর্তা ও একজন কর্মকর্তা সহ ২ কর্মকর্তা নমুনা সংগ্রহ করা হয় গত মঙ্গলবার তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে ও এর আগে ভুমি অফিসের ২ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।
ওই ব্যাংক নারী সিনিয়র কর্মকর্তার আইনজীবী পুত্র সহ তার গৃহকর্মীও করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা জানান, উপজেলা সদরের অগ্রনী ব্যাংক ও সদর ভূমি অফিস লকডাউন করা হয়েছে। এ ছাড়া আক্রান্তদের বাড়িও লক ডাউন করা হয়েছে।
Leave a Reply