কক্সবাজারের উখিয়া উপজেলার তুলাতুলি এলাকায় বৃহস্পতিবার ভোররাতে বন্দুকযুদ্ধে তিন ‘ইয়াবা ব্যবসায়ী’ নিহত হওয়ার কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
তারা হলেন- বান্দরবানের করোনাপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা জুলুর মুল্লুকের ছেলে নূল আলম (৪৫) এবং কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা গোরা মিয়ার ছেলে হামিদ (২৫) ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সৈয়দ হোসের ছেলে নাজির হোসেন (২৫)।
বিজিবি-৩৪ এর কোমান্ডিং অফিসার আলী হায়দা আজাদ আহমেদের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাত পৌনে ৪টার দিকে বিজিবি সদস্যরা ১০-১২ জনের একটি দলকে চ্যালেঞ্জে করে। উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালালে, আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালায়।
গোলাগুলি শেষ হলে বিজিবি সদস্যরা গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
এসময় বিজিবিরও দুই সদস্য আহত হয়েছে দাবি করে বিজিবি কর্মকর্তা আরও বলেন, ঘটনাস্থল থেকে প্রায় ৯ কোটি টাকা মূল্যের ৩ লাখ পিস ইয়াবা, দুটি পাইপ গান এবং পাঁচটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
Leave a Reply