পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরে নতুন করে আরও ১৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে কাউখালী উপজেলা নির্বাহী অফিসারসহ তিনজন পিরোজপুর সদর উপজেলায় ছয়জন, মঠবাড়িয়া উপজেলায় পাঁচজন নাজিরপুর উপজেলায় তিনজন রয়েছেন। সোমবার সকালে সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। পিরোজপুরের সিভিল সার্জন মো. ইউসুফ হাসানাত জাকী জানিয়েছেন, গতকাল রোববার রাতে ৬৫টি রিপোর্ট আসে। এর মধ্যে ১৭ টি রিপোর্ট করোনা পজিটিভ। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪০৬ জন। পিরোজপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৪০৬ জনের মধ্যে পিরোজপুর সদর উপজেলায় ৮১ জন, ভান্ডারিয়া উপজেলা ৭৬ জন, মঠবাড়িয়া উপজেলা ১২৮ জন, নেছারাবাদ উপজেলা ৪৫ জন, ইন্দুরকানী উপজেলায় ২২ জন, নাজিরপুর উপজেলায় ২৪ জন কাউখালী উপজেলায় ৩১ জন, অন্যদিকে জেলায় মোট পাঁচজন মৃতের মধ্যে পিরোজপুর সদর উপজেলায় একজন, নাজিরপুর উপজেলা একজন নেছারাবাদ উপজেলা একজন,ইন্দুরকানী উপজেলায় একজন ভান্ডারিয়া উপজেলায় একজন রয়েছেন।
Leave a Reply