নিজস্ব প্রতিবেদক ॥ আসন্ন ঈদুল আজহায় ঢাকা-বরিশাল নৌপথে লঞ্চের বিশেষ সেবা (স্পেশাল সার্ভিস) চালু থাকবে। বরিশাল নৌবন্দরের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কবে থেকে চালু হবে, সেই বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে বাসের বিশেষ সেবা থাকবে কি না, তা নিয়ে আশঙ্কা রয়েছে। বরিশাল বাস মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ঈদ স্পেশাল সার্ভিসের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। যাত্রী কম থাকায় বিশেষ সার্ভিস না থাকার আশঙ্কা রয়েছে। তবে সবকিছু নির্ভর করছে ঢাকার সিদ্ধান্তের ওপর।’
Leave a Reply