গাজী মো.গিয়াস উদ্দিন,ঝালকাঠি ॥ ঝালকাঠি জেলা খাদ্য গুদামের কৃষকদের ধান সংগ্রহের নামে চলছে সিন্ডিকেট দূর্নীতি। সরকারী ধান সংগ্রহের নামে কাগজে কলমে কৃষকের নাম থাকলেও আসল কৃষকরা ধান বিক্রি করতে পারছে না। কৃষকের নামের লটারি করে কৃষক নির্বাচিত করলেও কৃষকের কার্ড সিন্ডিকেটের হাতে। উক্ত সিন্ডিকেটের সদস্যরা খাদ্য গুদামের কর্মকর্তা ও জেলা খাদ্য নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত আব্দুস সালামের যোগসাজশে সংগ্রহ করছে ধান। এই দূর্নীতি থামছেইনা।
অপরদিকে ঝালকাঠি খাদ্য গুদামের সংরক্ষন চলাচল কর্মকর্তা গ্রেড ১ এল এসডি ঝালকাঠি মো.শাহনেওয়াজ গত ১২ জুলাই যোগদান করেন। কিন্তু দুইদিন কর্মস্থলে থাকলেও দূর্নীতিবাজ কর্মকর্তা গাজী মাজাহারুল আনোয়ার দায়িত্ব হস্তান্তর করেনি। অপরদিকে একটি সূত্র জানিয়েছে,জেলা খাদ্য নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত আব্দুস সালাম নব যোগদানকারী গুদাম কর্মকর্তা শাহনেওয়াজ কে ছুটি দিয়ে দেয়। ঝালকাঠি খাদ্য গুদামের মধ্যে কোটি টাকার দূর্নীতি থাকার কারণে ঐ কর্মকর্তাকে ছুটি দিয়েছেন। এই ছুটির মধ্যে গোডাউনের সকল দূর্নীতি কাগজে কলমে ঠিকঠাক করে রাখবে।
এ ব্যাপারে ঝালকাঠি খাদ্য নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত আব্দুস সালাম এর কাছে নব যোগদানকৃত গুদাম কর্মকর্তা শাহনেওয়াজ দুইদিনের মাথায় দায়িত্ব না নিয়ে কেন ছুটিতে চলে গেলেন। তিনি বলেন,সে একটি মামলা সংক্রান্ত ব্যাপারে ছুটির দরখাস্ত দিয়ে চলে গিয়েছে। তাকে কত দিনের ছুটি দিলেন জানতে চাইলে তিনি বলেন,দরখাস্তে উল্লেখ করা নেই কতদিনের ছুটিতে গিয়েছেন। আমরা জানতে পারলাম তাকে বদলি করার জন্য হেড অফিসে তদবির করা হচ্ছে? তিনি বলেন,এ ব্যাপারে আমার জানা নেই। আর একটি বিষয় বর্তমান ধান সংগ্রহে প্রকৃত কৃষক ধান বিক্রি করতে পাছেনা। ধান দিচ্ছে একটি সিন্ডিকেট কৃষকের কার্ড নিয়ে আপনাদের যোগসাজশে এসকল দূর্নীতি করছেন। উত্তরে বলেন,আমরা লটারি করে কৃষক নির্বাচন করেছি,তারাই ধান দিতেছে।
Leave a Reply