বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন

উপ-সম্পাদক :: দিদার সরদার
প্রধান সম্পাদক :: সমীর কুমার চাকলাদার
প্রকাশক ও সম্পাদক :: কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদক :: মাসুদ রানা
সহ-সম্পাদক :: এস.এম জুলফিকার
প্রধান নির্বাহী সম্পাদক :: মামুন তালুকদার
নির্বাহী সম্পাদক :: সাইফুল ইসলাম
ব্যবস্থাপনা সম্পাদক :: আবুল কালাম আজাদ
সংবাদ শিরোনাম :
বরিশালে সাংগঠনিক সফরে আসছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা: মাহমুদা মিতু দুই দিনের সফরে আজ বরিশাল আসছেন অতিথি গ্রুপ অব কোম্পানির এমডি লায়ন সাইফুল ইসলাম সোহেল  পিরোজপুর ভান্ডারিয়ার যুব মহিলা লীগ নেত্রী জুথি গ্রেফতার গৌরনদীতে তিন দফা দাবি আদায়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল উপজেলা প্রশাসনকে ১৫ দিনের আল্টিমেটাম গ্রেনেড হামলার মামলা থেকে তারেক রহমানসহ বিএনপি নেতারা খালাস পাওয়ায় গৌরনদীতে আনন্দ মিছিল বরিশালের বাকেরগঞ্জসহ চারটি থানা এবং উপজেলায় নাগরিক কমিটি গঠন   আওয়ামী লীগ ও শেখ হাসিনা বিহীন বাংলাদেশ শান্তিতে থাকবে, এটা অনেকেরই ভালো লাগেনা-এম. জহির উদ্দিন স্বপন তারেক রহমানের বিজ্ঞ নেতৃত্বের কারণে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি-এম. জহির উদ্দিন স্বপন গৌরনদীতে দৈনিক যুগান্তরের বিরুদ্ধে বিড়ি শ্রমিক ও ব্যবসায়ীদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল দুষ্টামিটাও ছিল যেমন স্পর্শকাতর, খেসারাতটাও দিতে হল তেমনি ভয়ঙ্কর
দূর্নীতি, অনিয়ম ও চাঁদাবাজি করে মহিপুর থানার ওসি এখন কোটিপতি

দূর্নীতি, অনিয়ম ও চাঁদাবাজি করে মহিপুর থানার ওসি এখন কোটিপতি

লুৎফুল হাসান রানা, কলাপাড়া ॥ মহিপুর থানার ওসি মনিরুজ্জামান’র বেপরোয়া চাঁদাবাজি, দূর্নীতি, অনিয়ম ও বেআইনী কর্মকান্ডের বিরুদ্ধে ফুঁসে উঠতে শুরু করেছে সাধারন মানুষ। মহিপুর থানায় যোগদানের মাত্র ক’মাসের মধ্যেই ওসি মনিরুজ্জামান এখন কোটিপতি। সাধারন জনতার কাছে তিঁনি মূর্তিমান আতংক, আর অপরাধ জগতের গড ফাদারদের তিঁনি বন্ধু। কোন রকম অভিযোগ, মামলা কিংবা আদালতের ওয়ারেন্ট ছাড়াই তিঁনি নিরপরাধ নারী, পুরুষকে থানার লকআপে আটক রেখে ১০-৫০ হাজার টাকা পর্যন্ত আদায় করে ছেড়ে দেন, এরকম এন্তার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এমনকি দাবীকৃত টাকা না পেলে আটকৃকতদের গুরুতর অপরাধের মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকী প্রদানের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। আর এসব নিয়ে পুলিশের খোদ আইজিপি সহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেয়ার পরও কোন প্রতিকার পাননি অভিযোকারী, উল্টো ওসির রোষানলে পড়েছেন। তবে এনিয়ে জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বললেন দূর্নীতি, অনিয়মের বিষয় তিঁনি জিরো টলারেন্স। পুলিশের কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাকে ছাড় দেয়ার কোন সুযোগ নেই।
কুয়াকাটার লতাচাপলি ইউনিয়নের লক্ষ্মীপাড়া গ্রামের মোঃ আবুল কালাম (৪২) বলেন, আমার দু’ভাইয়ের ছেলে জাকির ও হৃদয়’র মধ্যে পারিবারিক বিষয় নিয়ে সামান্য হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে এক পক্ষ থানায় গেলে কোনরকম তদন্ত ছাড়াই মহিপুর ওসি মনিরুজ্জামানের নির্দেশে এএসআই সাদেক গত ২৩ মে সকালে লক্ষ্মীপাড়া গিয়ে আমাকে ধাওয়া করে। আমি ভয়ে দৌড় দিলে আমাকে লক্ষ্য করে ইট বা রাবার জাতীয় ভারী কিছু একটা নিক্ষেপ করে। এতে পায়ের গোড়ালীর উপর পড়ে হাড় ফেটে যায়। ওসি’র নির্দেশে পুলিশ অন্যায়ভাবে আমার উপর এমন অত্যাচার চালায়। ধূলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামের ইব্রাহিম (৫০) বলেন, আমার মেয়ে রেবা’র ভাশুর, ননদের সাথে পারিবারিক বিষয় নিয়ে তার ঝগড়া, মারামারি হয়। এনিয়ে ওসি পুলিশ পাঠিয়ে চরচাপলি থেকে আমার মেয়েকে থানায় ধরে আনে। এরপর প্রায় দুই রাত একদিন থানা হাজতে আটকে রাখার পর অ্যাডভোকেট আনোয়ার সাহেবকে সাথে নিয়ে ওসিকে ২৫ হাজার টাকা দিয়ে রোজার ঈদের আগের দিন শনিবার (২৩ মে) রাত দেড়টা দুইটার দিকে তাকে ছাড়িয়ে আনি। এ কথা কাকে বলবো? বললে তো, আমি স্থির থাকতে পারবো না। সুধিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর ব্যাপারী বলেন, কলাপাড়া থেকে আমার বাড়ীতে গত ২৩মে মেহমান আসলে তাদের কে বিনা অপরাধে ওসি সাহেব আমার বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে ২ ঘন্টা রোদে দাড় করিয়ে রাখেন। যাদের সকলের বয়স ১৮ বছরের নীচে। পরে ওসি সাহেবকে টাকা দিয়ে আমার জামাই জাকির তাদেরকে মুক্ত করে। মহিপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামের রাসেল (৩৫) বলেন, পক্ষিয়াপাড়া গ্রামের রাখাইন মংবাচু এর কাছে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা বাবদ আমি ২৫ হাজার টাকা পাওনা হই। গত ২২ মে সমুদয় টাকা দেয়ার কথা থাকলেও মংবাচুর ভাগনে অংজুয়েন ১০ হাজার টাকা নিয়ে আসে। এতে আমি অংজুয়েনকে টাকার জন্য চাপ দিলে অংজুয়েন বিষয়টি মহিপুর খানায় অবগত করে। এরপর মহিপুর থানার ওসি মনিরুজ্জামানের নির্দেশে এসআই তারেক আমাকে ও অংজুয়েনকে থানায় নিয়ে আসে। মহিপুর ওসি আমাকে খারাপ মামলায় চালান দিবে বলে হুমকি দিয়ে সারাদিন থানা হাজতে আটকে রাখে। এরপর ওসিকে ১০ হাজার টাকা ঘুষ দিয়ে আমাকে বাড়ী ফিরতে হয়েছে। ওসি’র এমন ঘুষ বানিজ্যের প্রতিকারে আমি পুলিশের আইজিপি বরাবর অভিযোগ দিয়েছি। নিজাম পুর গ্রামের হান্নান (৪৮) বলেন, আমি আমার রেকর্ডীয় জমিতে ভেকু মেশিন দিয়ে মাটি কাটতে গেলে ওসি সাহেব এস আই তারেককে পাঠিয়ে ভেকু মেশিনের চাবি নিয়ে নেয় এবং থানায় ডেকে আনে। পরে ওসি মনিরুজ্জামান’র কাছে গেলে তিঁনি বলেন জমির খাজনা পরিশোধ করে দাখিলা দেখিয়ে জমিতে প্রবেশ করতে হবে। পরে ১০ হাজার টাকা নিয়ে মেশিনের চাবি ফেরত দেন ওসি। ইব্রাহিম (৪২) নামের এক ভাড়াটে মোটর সাইকেল চালক বলেন, ’১৫/২০দিন আগে কলাপাড়া পৌরশহরের সদর রোডে মহিপুর ওসি’র পুলিশ পিকআপের পেছনে মোটর সাইকেল ছিল আমার। পুলিশ পিকআপটি আকস্মিকভাবে ব্রেক করার ফলে মোটর সাইকেলটি পিকআপের ব্যাক লাইটের সাথে লাগে। এতে ব্যাক লাইটটি ক্ষতিগ্রস্ত হওয়ায় ওসি আমার মোটর সাইকেলটি আটকে থানায় নিয়ে যায়। পরে ৫/৭দিন ঘুরিয়ে ব্যাক লাইটের খরচ বাবদ ১০হাজার টাকা নিয়ে মোটর সাইকেলটি ছাড়ে। লতাচাপলি ইউনিয়নের আলীপুর গ্রামের মিজানুর রহমান খাঁন (৩৮) বলেন, আলীপুর গ্রামের পুত্র সোহেলের ভালবাসার অপরাধে মেয়ে পক্ষের মৌখিক অভিযোগে তার পিতা সেলিম মিয়া (৪৫) কে আটক করে থানার লকআপে আটকে রাখে ওসি। পরবর্তীতে উভয় পরিবারের সম্মতিতে পরিষদে তাদের বিয়ে হয়। কিন্তু ওসি ৭ হাজার টাকা নিয়ে তাকে লকআপ থেকে বের করে। এছাড়া একই গ্রামের বিবাহিত এক মেয়ের সাথে প্রেমের অপরাধে প্রেমিক বেল্লাল (২১) কে থানার লকআপে আটকে রাখে ওসি। পরে মেয়ের মা থানায় গিয়ে তার জিডি প্রত্যাহার করে নিলেও ওসিকে ৫ হাজার ৫শ’ টাকা দিয়ে বেল্লালকে লকআপ থেকে বের করতে হয়। মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর গ্রামের মাছুমা বেগম (৩৪) বলেন, ’২৫এপ্রিল শনিবার সকালে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা তার ডান হাতের কব্জি কুপিয়ে ও বাম হাতের হাড় ভেঙ্গে নির্যাতন করে। এনিয়ে সে মহিপুর থানায় অভিযোগ দিতে যান বেশ ক’দিন। কিন্তু ওসিকে তাঁর দাবীকৃত টাকা দিয়ে সন্তুষ্ট করতে না পারায় ওসি মামলা নেয়নি বলে মাছুমার অভিযোগ।’ কলাপাড়ার নীলগঞ্জের কামাল হোসেন (৫২) বলেন, আমি একটি বিষয় নিয়ে কথা বলতে থানায় গিয়ে ছিলাম। কিন্তু ওসি’র আচার ব্যবহার আমার কাছে ভাল মনে হয় নাই। এসময় একজন এসআই পত্রিকার একটি নিউজ এর কথা বলেন। এতে ওসি ক্ষিপ্ত হয়ে সংবাদিকদের খুব খারাপ ভাষায় গালি দেন। কুয়াকাটা-আলীপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি, লতাচাপলি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সম্পাদক মো: আনছার উদ্দীন মোল্লা বলেন, ’ওসি মনিরুজ্জামান কলাপাড়া, রাঙ্গাবালী থানায় এর আগে ওসি (তদন্ত) হিসেবে ছিলেন। একই উপজেলার মহিপুর থানায় ফের আসার কারনে তাঁর সব ফাঁক ফোঁকর, আয়ের উৎস সব জানা।’ আনছার মোল্লা আরও বলেন, ’ওসি দু’একদিন আগে ইউনিয়ন আওয়ামীলীগের এক বয়োজ্যেষ্ঠ সিনিয়র নেতা লাল মিয়া হাওলাদারকে ফোনে হুমকী ধামকি দিয়েছেন। অথচ বিএনপি, নব্য আওয়ামীলীগাররা তাঁর কাছ থেকে সুবিধা পাচ্ছে। এছাড়া সরকার ৬৫ দিনের জন্য সমুদ্রে মাছ শিকারে নিষেধাজ্ঞা জারী করলেও ওসি মোটা অংকের টাকা নিয়ে এখানে মাছ ধরা বৈধ করেছেন। আর যার কাছ থেকে তিঁনি টাকা পাননি তার মাছ ধরা অবৈধ, তাকে ট্রলার সহ আটক করে জরিমানা করা হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, মহিপুর থানার অন্তর্গত মহিপুর, ডালবুগঞ্জ, লতাচাপলি, ধূলাসার ইউনিয়নের বিভিন্ন এলাকা সহ কুয়াকাটা পৌর এলাকায় সহ¯্রাধিক ভাড়াটে মোটর সাইকেল থেকে মাসোয়ারা আদায় করছেন ওসি। তাঁর নিজ এলাকা লালমোহনের এক পুলিশ কনেষ্টবল (পিকআপ ড্রাইভার) আরিফ হোসেন (কনেষ্টবল নং ৯৭৫) তাঁর ক্যাশিয়ারের দায়িত্ব পালন করছেন। কেউ চাহিদামত মাসোয়ারা না দিলে গাড়ীর কাগজ, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট সহ নানা অজুহাতে এক একবার ১০/১৫টি মোটর সাইকেল আটক করেন তিঁনি। পরে গাড়ী প্রতি ৫-৭ হাজার টাকা আদায় করে ৭/৮দিন পর গাড়ী ছাড়েন তিঁনি। অনেকের স্ত্রীর স্বর্ণালংকার বন্ধক রেখে থানায় টাকা দিতে হয়েছে। মৎস্য বন্দর আলীপুর-মহিপুরের দোকান মালিক ও ভাড়াটিয়ারা করোনার সরকারী নিষেধাজ্ঞার মধ্যে তাদের দোকানে সংস্কার কাজ শুরু করার পর লোকজন জড়ো করে কাজ করানো যাবেনা বলে কাজ বন্ধ করে দেন ওসি। পরে ওসি মনিরুজ্জামান (বিপি৭৮০৪১২১৯০৩) কাজের ধরন অনুযায়ী ২০, ৩০, ৫০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিয়ে কাজ করার অনুমতি দেন। এমনকি নিজের রেকর্ডীয় জমিতে বাড়ীর ছাদ ঢালাই দিতে ছাদ প্রতি বেশ ক’জন বাড়ীর মালিককে তাঁকে টাকা দিতে হয়েছে। তবে ঢাকায় টেলিভিশনে কর্মরত স্থানীয় এক জ্যেষ্ঠ সাংবাদিকের হস্তক্ষেপে শাহজাহান খলিফার ৩০ হাজার টাকা ফেরৎ দেন ওসি। করোনা সংক্রমন এড়াতে মহিপুরের প্রায় ২০টি স্ব-মিল বন্ধ করে দেন তিঁনি। পরে তাঁকে ৮০ হাজার টাকা ঘুষ দিয়ে সেব স্বমিল চালাতে হয়। এছাড়া সমুদ্রে মাছ ধরায় ৬৫দিনের সরকারী অবরোধ চলাকালীন সময় মাছ ধরা ও প্রক্রিয়াজাত করতে মহিপুর-আলীপুর মৎস্যবন্দরের আড়ত মালিক সমিতি থেকে ওসি ৩ লক্ষ টাকা ঘুষ নেন বলে জানায় মৎস্যবন্দরের একটি সূত্র। বন্দরের বরফকল গুলোতে বরফ উৎপাদনের জন্য বরফ কল প্রতি তাঁকে আলাদা টাকা দিতে হয়েছে। ট্রলার মালিকদের কাছ থেকেও সমুদ্রে যেতে তাঁকে ট্রিপ প্রতি টাকা দিতে হয়েছে। ১৩ জুলাই সোমবার রাত দুই টার দিকে মৎস্যবন্দরের মজনু গাজীর ঘাট থেকে ট্রলারে বরফ নিচ্ছিল ক’টি মাছ ধরা ট্রলার। এসময় ওসি’র নির্দেশে এসআই মনির হোসেন ও এসআই আসাদুজ্জামান ৮টি ট্রলার আটক করেন। পরে ৭টি ট্রলারের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে তাদের সমুদ্রে যেতে দেয়া হয়। টাকা দিতে রাজী না হওয়ায় মনু খাঁ’র মালিকানাধীন এফবি ফাহিম নামের ট্রলারটি আটক করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এনিয়ে এসআই মনির হোসেন’র কাছে জানতে চাইলে তিনি বলেন টিমের নেতৃত্বে ছিলেন এসআই তারেক। আর এসআই তারেক বলেন তিনি কুয়াকাটা থেকে ওসি’র নির্দেশে পরে এসেছেন।
এদিকে স্থানীয় ট্রলার মালিকদের একটি সূত্র জানায়, অবরোধের আর ৫/৭ দিন আছে। এরমধ্যেও বরফ নিয়ে সমুদ্রে যেতে তাঁকে (ওসিকে) টাকা দেয়া লাগে। বড় সাইজের ট্রলার প্রতি ২০ হাজার ও ছোট সাইজের ট্রলার প্রতি ১০ হাজার টাকা দিতে হয়েছে তাঁকে। এসপ্তাহেও মহিপুর ইউনিয়নের নজিবপুর গ্রামের ট্রলার মালিক জাকির, তোতা মিয়া, নাসির, রকিব খাঁ, জয়নাল গাজী, শাহজাহান মাঝি, শাহআলম মাঝি, ফুল মিয়া সহ মহিপুর থানার বিভিন্ন এলাকার একাধিক ট্রলার মালিকের কাছ থেকে টাকা নেন তিঁনি। মহিপুর ওসি’র এসব বেআইনে কর্মকান্ডে মুখ্য ভূমিকা পালন করেন এসআই সাইদুল ইসলাম, এসআইতারেক, এসআই মনির হোসেন, এসআই আসাদুজ্জামান, এএসআই সাদেক, এএসআই মাইনুদ্দিন, এএসআই ইমরান ও পুলিশ কনেষ্টবল (পিক আপ ড্রাইভার) আরিফ হোসেন।
নাম প্রকাশে অনিচ্ছিুক স্থানীয় একাধিক সূত্র জানায়, মহিপুর থানা ভবনের দোতলায় বসেন ওসি। সেখানে আইনী সেবা পেতে কারো যাওয়ার সুযোগ নেই। কেউ ওসি’র কাছে যেতে চাইলে পুলিশ কনেষ্টবলরা আটকে দেন তাকে। এরপর কি ধরনের অভিযোগ। জিডি, মামলা না কাউকে শায়েস্তা করতে হবে সে বিষয়ে কথা বলতে হয় তাঁর নির্দিষ্ট করা ক’জনের সাথে। বনিবনা হলে সাক্ষাত লাভের সুযোগ হয় নতুবা বাড়ী ফিরে যাওয়া ছাড়া কোন উপায় থাকেনা। এছাড়া মহিপুর থানার অন্তর্গত এলাকায় ইয়াবার বেশ কয়েকটি বড় চালান সমুদ্র পথে এসে পাচার কালে র‌্যাব ও কোষ্ট গার্ডের হাতে আটক হলেও মহিপুর থানা পুলিশের কাছে এ সংক্রান্ত কোন তথ্য নেই। এমনকি পেশাদার মাদকের এজেন্ট ও গডফাদাররা এতদিন গা ঢাকা দিয়ে থাকলেও বর্তমানে তারা প্রকাশ্যে ঘোরাফেরা করছেন বলে জানায় সূত্রটি। স্থানীয় সংবাদ কর্মীদের অভিযোগ, মহিপুর থানায় মো: মনিরুজ্জামান ২মার্চ ২০২০ ওসি হিসেবে যোগদানের পর থেকে ওসি’র সরকারী নম্বরে ফোন দিলে সহসা তিঁনি ফোন ধরেন না। সবসময় তথ্য প্রদানে গড়িমসি করেন। এমনকি সাংবাদিকদের সাথে সৌজন্যমূলক আচরনটুকু তাঁর কাছ থেকে পাওয়া যায়না। মহিপুর থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান বলেন, দূর্নীতি, অনিয়ম ও চাঁদাবাজির কোন বিষয়ের সাথে আমি সম্পৃক্ত নই। প্রয়োজনে তদন্ত হতে পারে। পটুয়াখালী পুলিশ সুপার মো: মইনুল হাসান বলেন, দুর্নীতি অনিয়মের বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরন করি। পুলিশ বিভাগের কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাকে ছাড় দেয়ার কোন সুযোগ নেই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com