আগৈলঝাড়া সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়ায় আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম দুর্ধর্ষ সদস্য, সাজাপ্রাপ্ত আসামী মনির মোল্লাকে সোমবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গ্রেফতারকৃত একাধিক মালার আসামী ও ১বছরের সাজাপ্রাপ্ত মনির মোল্লাকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, থানা এলাকায় একটি বড় ধরনের চুরি-ডাকাতি করার জন্য মনির উপজেলার নাঘার এলাকায় গোপন মিটিং করার জন্য অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই সুশান্ত কুমার, এএসআই মামুন ও এএসআই কিবরিয়া সঙ্গিয় ফোর্স নিয়ে সোমবার রাতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম দুর্ধর্ষ সদস্য মনির মোল্লা ওরফে কানা মনিরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মনির (৩৫) রাজিহার ইউনিয়নের বসুন্ডা গ্রামের মৃত আজিমুদ্দিন মোল্লার ছেলে।
মনির জিআর ৬২/১২ (গৌরনদী) মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামী। এছাড়াও মনিরের বিরুদ্ধে আরও দুইটি মামলায় ওয়ারেন্টসহ তিনটি চুরি মামলা, নিজের স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলাসহ দেশের বিভিন্ন থানায় অন্তত অর্ধডজন মামলা রয়েছে।
অন্যদিকে শনিবার রাতে রতœপুর ইউনিয়নের চাউকাঠি গ্রামে আতাহার আলীর ঘরের সিঁধ কেটে প্রবেশ করে তাদের চেতনা নাশক স্প্রে দিয়ে অজ্ঞান করে ২লাখ ৩২হাজার টাকার মালামাল লুট করা মামলায় (নং-১০{১৯.৭.২০} গ্রেফতার দেখান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহজাহান। চুরি মামলায় গ্রেফতার দেখিয়ে সাজাপ্রাপ্ত মনিরকে মঙ্গলবার সকালে আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত মনিরকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
অন্যদিকে জমি সংক্রান্ত একটি মারামারি মামলার আসামী রাজিহার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ভালুকশী গ্রামের আয়নাল হাওলাদারের ছেলে জামিল হাওলাদারকে সোমবার এসআই শাহজাহন গ্রেফতার করে মঙ্গলবার আদালতে প্রেরণ করেছেন।
Leave a Reply