কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে নারীসহ আরও ছয়জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে একজন এবং আইসিইউতে পাঁচজন মারা যান।শনিবার কুমেক হাসপাতালের পরিচালক ডা. মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
কুমেক হাসপাতাল সূত্র জানায়, মৃত্যুবরণ করা ছয়জনের মধ্যে তিনজনের করোনা পজিটিভ ছিল। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন চাঁদপুর জেলার কালিপাড়া এলাকার জামাল হোসেনের ছেলে নজরুল ইসলাম (৬০), কুমিল্লা সদর উপজেলার খেতাসার এলাকার মৃত আবদুল কাদের ভূঁইয়ার মেয়ে রোজিনা বেগম (৮০) এবং কুমিল্লার দেবিদ্বার উপজেলার বলাই চন্দ্রের ছেলে কৃষ্ণ চন্দ্র (৪৫)।
উপসর্গ নিয়ে মারা গেছেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ইদ্রিস মিয়ার ছেলে আবুল বাশার (৭০), কুমিল্লার লাকসাম উপজেলার মৃত গোলাম কাদেরের ছেলে আতর আলী (৮৫) এবং কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া এলাকার আজিজুল হকের ছেলে মীর হোসেন (৫৫)।
উল্লেখ্য, এ হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট মারা গেছেন ২৬১ জন।
Leave a Reply