নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের হিজলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে অগ্নিসংযোগ করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ডের হিজলা স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার আলমগীর হোসেন বরিশালটাইমসকে জানান, শনিবার দিনব্যাপী কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে মেঘনা নদীর বাউশিয়া, ধূলখোলা, বহেস পট্টি, আলমপুর, অরাকল পুর, ডেবরা, চর কেল্লা ও লচুকাঠীসহ বিভিন্ন এলাকা থেকে ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা। তিনি আরও জানান, জব্দকৃত জালগুলো হিজলা স্টেশনে এনে উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ ও উপজেলা মৎস্য কর্মকর্তা অনিল কুমার দাসের নির্দেশে জনসম্মুক্ষে পুড়িয়ে দেওয়া হয়েছে।
Leave a Reply