ভোলা প্রতিনিধি ॥ ভোলার মনপুরা উপজেলায় ১৩ বস্তা সরকারি চাল পাচারের প্রাক্কালে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনা জড়িত থাকার অভিযোগে উপজেলার মনপুরা ইউনিয়ন পরিষদের সচিবকে হেফাজতে নিয়েছে। গতকাল বুধবার (০৬ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. অহিদুর রহমান মনপুরা উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের সচিব। স্থানীয়দের বরাত দিয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, সচিব মো. অহিদুর রহমান পরিষদ থেকে ১৩ বস্তা সরকারি চাল হেলাল নামের এক রিকশাচালকে দিয়ে হাজিরহাট ইউনিয়নের আনসার চেয়ারম্যানের বাড়ির শহিদুল্লার ঘরে রাখার জন্য পাঠান। ওই বাড়ির সামনে এলে স্থানীয় জনতা রিকশাসহ চালগুলো আটক করে। পরে থানায় খবর দিলে পুলিশ চালগুলো উদ্ধার করে। এ খবর পেয়ে পরিষদের সচিব অহিদুর রহমান পালিয়ে যান। তবে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সন্ধ্যা ৬টার দিকে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে।
এছাড়া রিকাশাচালক হেলালকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে, জানান ওসি। রিকশাচালক হেলাল সাংবাদিকদের বলেন, ‘রামনেওয়া লঞ্চঘাটে যাত্রী নামিয়ে দিয়ে আসার পথে মনপুরা ইউনিয়ন পরিষদের সচিব অহিদুর স্যার রিকশা থামিয়ে ১৩ বস্তা চাল উঠিয়ে দেন। পরে ওই চাল হাজিরহাট ইউনিয়নের আনসার চেয়ারম্যানের বাড়ির শহিদুল্লার ঘরে রাখতে বলেন। পরে চাল নিয়ে আনসার চেয়ারম্যানের বাড়ির সামনে এলে স্থানীয়রা আটক করে।’
Leave a Reply