দখিনের খবর ডেস্ক ॥ ভোলা-বরিশাল লক্ষ্মীপুর সড়কের লক্ষ্মীপুরের মজুচৌধুরী হাট ১০ কিলোমিটার অংশ সংস্কারসহ দ্রুত মেরামতের দাবিতে মানববন্ধন বিক্ষোভ করেছে স্থানীয়রা। শনিবার (৮ আগস্ট) সকালে মজুচৌধুরী লঞ্চঘাটের সামনে সড়কে পাশে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এ সময় ঘোষিত প্রস্তাবিত প্রকল্প বাস্তাবয়নের দাবিও জানান তারা। পরে একই দাবিতে বিক্ষোভ মিছিল করে ভুক্তভোগীরা। বক্তারা বলেন, দীর্ঘ দিন ধরে লক্ষ্মীপুর-ভোলা বরিশাল আঞ্চলিক মহাসড়কের ১০ কিলোমিটার খানা-খন্ধনে বড়া। মেরামত না করায় হর হামিশায় ঘটে নানা বিপত্তি। বাস, ট্রাকসহ চলাচল করতে পোহাতে হচ্ছে দুর্ভোগ। তারা আরও বলেন, বৃষ্টির জমা পানির ওপর দিয়ে ১০ চাকার বালুভর্তি গাড়ি যেতেই সড়কের কার্পেটিং উঠে যাত্রীসহ পণ্যবাহী গাড়ি আটকে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। তাই দ্রুত সড়কটি সংস্কার করার দাবি জানান তারা। তারা বলেন, সড়ক সংস্কারা না করায় প্রতিদিন দুর্ঘটনার শিকার হয় ভোলা-বরিাশলসহ দক্ষিণাঞ্চলের ২১ জেলা যাত্রীবাহি বাস। এতে গত এক বছর হতাহতের ঘটনাও ঘটেছে একাধিকবার। এ সময় স্থানীয় যুবলীগ নেতা মনির হোসেন সজিবসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ মানববন্ধনে অংশ নেন।
Leave a Reply