লালমোহন প্রতিবেদক ॥ ভোলার লালমোহনে জন্মদিনের অনুষ্ঠানের মিষ্টি খেয়ে অন্তত ২০জন অসুস্থ হয়ে পড়ার অভিযোগ পাওয়া গিয়াছে। সোমবার (১০ আগস্ট) বিকেলে লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা গ্রামের ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। জানা গেছে, ফুল বাগিচা গ্রামের ইউসুফ আলী শিকদার বাড়ির সবুজের স্ত্রীর ঘরে ৫ দিন আগে এক শিশু জন্ম গ্রগন করেন। গ্রাম্য রীতিমতো ছয়দিনের মাথায় শিশুর নামকরণ করা হয়।
তাই সোমবার ওই নবজাতক শিশুটির ছয়দিন পূর্ণ হওয়ায় জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাতির জন্মদিনে নানী আক্তারা বেগম ফরাজগঞ্জ ইউনিয়নের পেশকারহাট বাজার থেকে জন্মদিন অনুষ্ঠানের মিষ্টি নিয়ে আসে। বাড়ির প্রত্যেক ঘরে দুটি করে মিষ্টি দেয়া হয়। যা খেয়ে শিশুসহ অন্তত ২০ জন অসুস্থ হয়ে পড়েন। তাদের লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ হয়ে পড়া শিশুদের মধ্যে জিয়াউদ্দীনের মেয়ে নিশাত (৫), ইকবালের ছেলে ইসমাইল (১), ঝন্টুর মেয়ে জিনিয়া (৫) মিলনের সন্তান নুহা (৫), জান্টুর ছেলে জিহাদ (১) বিপ্লবের ছেলে ইমন (৪), টিপুর ছেলে নাফিজ (৪), নুর আলমের পত্র আদন (৪) ও রাবি (২) এর নাম জানা গেছে। এ বিষয়ে লালমোহন হাসপাতালের আরএমও ডাঃ মহসিন জানান, কয়েক ঘন্টা পর্যবেক্ষণের পরে তাদের অবস্থা সম্পর্কে বলা যাবে। এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির বলেন, আমি ঘটনা শুনে তাৎক্ষণিক হাসপাতালে এসআই মাসুদকে সঙ্গীয় ফোর্সসহ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply