নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে নতুন করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ২ হাজার ৯২৯ জন। একই সময়ে আক্রান্ত ৬৮ জন রোগী সুস্থতা লাভ করেছেন। ফলে জেলায় মোট সুস্থ্য ২ হাজার ২৫২ জন। গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে একজন মৃত্যুবরণ করেছেন। যা নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর সংখ্যা দাড়িয়েছে মোট ৫৫ জনে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে- আগৈলঝাড়া উপজেলার ৩ জন, উজিরপুর উপজেলার ২ জন, হিজলা উপজেলার ১ জন, গৌরনদী উপজেলার ১ জন, মুলাদী উপজেলার ১ জন, বাবুগঞ্জ উপজেলায় স্বাস্থ্য বিভাগের ১ জন ব্যক্তি, বরিশাল নগরীর বগুড়া রোড ও সদর রোড প্রত্যেক এলাকার ২ জন করে ৪ জন, সিএন্ডবি রোড, আরমান খাঁ রোড, মহাবাজ, বিএম কলেজ রোড, বাজার রোড, রুপাতলি, আলেকান্দা, কাউনিয়া প্রত্যেক এলাকার ১ জন করে ৮ জন, ব্যাংকে কর্মরত ১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১ জন চিকিৎসক, ৩ জন নার্স, ১ জন স্টাফ। বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পরপরই ওই ২৭ জন ও মৃত ব্যক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে।
Leave a Reply