রাজধানীর উত্তর কমলাপুরে এলাকায় বাবার বাসায় বাসায় বেড়াতে গিয়েছিলেন এক নারী। গতকাল শনিবার রাতে বাবার সেই টিনশেড বাড়ির ওপরে হঠাৎ ভেঙে পড়ে পাশের ছয়তলা ভবনের পানির ট্যাংক। এতে মৃতু হয় ওই নারীর।
নিহত ওই নারীর নাম রিমা আক্তার (৪২)। গতকাল রাত সাড়ে ৮টায় উত্তর কমলাপুর ৫৯/৫ নম্বর বাসায় এ ঘটনা ঘটেছে।
নিহতের এক স্বজন জানান, রিমার স্বামীর নাম আহসান উল্লাহ। তিন সন্তানের মা তিনি। গতকাল রাতে নিজের বাসার কাছেই বাবার বাসায় বেড়াতে গিয়েছিলেন তিনি। হঠাৎ পাশের ছয়তলা ভবনের উপরের পানির হাউজটি ভেঙে তাদের টিনশেড বাড়ির উপরে পড়ে।
এ সময় ঘরের ভেতরে থাকা রিমা আক্তার গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
অন্যদিকে, মোটরসাইকেলের ধাক্কায় নজরুল (৪০) নামের এক ভ্যানগাড়ি চালকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
তেজগাঁও থানার পরিদর্শক ( তদন্ত) আবুল হাসান জানান, তেজগাঁও শাহীন কলেজ সংলগ্ন রাস্তায় ভ্যানচালক নজরুল ভ্যান নিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নজরুলের মৃত্যু হয়। নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়।
এ সময় ওই মোটরসাইকেলে থাকা দুই আরোহীও গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ওই ভ্যানচালকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
Leave a Reply