স্টাফ রিপোর্টার ॥ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে এক কলেজ ছাত্রী ও তার মা, ভাইকে পিটিয়ে আহত করার ঘটনায় রবিবার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে বরিশালের গৌরনদী পৌর এলাকার গেরাকুল মহল্লায়।
আহত কলেজ ছাত্রীর পিতা মজিবর রহমান বেপারী জানান, তার প্লাষ্টিক গুড়া করার ফ্যাক্টরীতে কর্মরত গেরাকুল মহল্লার বেল্লাল আকনের এক চাচার কাছ থেকে তিনি গত ২০ বছরপূর্বে এক খন্ড জমি ক্রয় করেন। এনিয়ে বেল্লাল তার (মজিবর) সাথে প্রায়ই দ্বন্দ করে আসছিলো। তাই বেল্লালকে তিনি ফ্যাক্টরী থেকে বের করে দেন। এতে আরও ক্ষিপ্ত হয়ে বেল্লাল হোসেন নেশাগ্রস্ত বখাটেদের নিয়ে তার (মজিবর) বাড়িতে ঢুকে বিভিন্ন সময় মজিবরের স্ত্রী ও কলেজ পড়–য়া কন্যাকে উত্যক্ত শুরু করে। তারই ধারাবাহিকতায় শনিবার দুপুরে বখাটে বেল্লাল হোসেন, বায়েজিদ আকন, বাপ্পি আকন, মানিক আকন, লিটু আকন, কালু আকন ও আজাদ আকন তার (মজিবর) বসতবাড়িতে ঢুকে গালিগালাজসহ নানাবিদ উৎপাত শুরু করে। তিনি আরও জানান, বখাটেদের বাঁধা প্রদান করায় বসতবাড়ি ভাংচুর করে তার কলেজ পড়–য়া কন্যা সাদিয়া আক্তার মদিনা (১৭), স্ত্রী বিউটি বেগম (৩৫), ও পুত্র হৃদয় বেপারীকে পিটিয়ে গুরুতর আহত করে বখাটেরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।
Leave a Reply