স্টাফ রিপোর্টার ॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে প্রত্যাহারের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. রাজু আহমেদ। তিনি বলেন, বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামানের উপস্থিতিতে সার্কিট হাউজে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক বিষয় নিয়ে সুষ্ঠ সমাধানের আশ্বাস পাওয়ায় ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করা হলো। এর আগে, সকাল সাড়ে ৯টায় বরিশাল সার্কিট হাউজের দ্বিতীয় তলায় সভাকক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হয়।
বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- বরিশাল ভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান, শেবাচিম হাসপাতালের অধ্যক্ষ ডা. ভাস্কর সাহা, হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আব্দুল কাদির, জেলা বিএমএ’র সভাপতি ডা. ইসতিয়াক হোসেন, স্বাচিপের সভাপতি ডা. কামরুল হাসান সেলিম, শেবাচিম হাসপাতালের গাইনির বিভাগীয় প্রধান ডা. শিখা সাহা, বারশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আব্দুর রউফ, ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক ডা. নাহিদ হাসান প্রমুখ। সভার সিদ্ধান্ত অনুযায়ী, হাসপাতালের একাধিকস্থানে অভিযোগ কেন্দ্র স্থাপন, সার্বিক নিরাপত্তার জন্য আনসার সদস্য নিয়োগ ও বৃহস্পতিবার (২২ মার্চ)- এর ঘটনার তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিসি মো. হাবিবুর রহমান। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নাজিমুল হককে প্রধান করে ২২ মার্চের ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
Leave a Reply