স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি এ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেছেন, দেশের বিচার বিভাগ, আইন ও প্রশাসন অবৈধ ভোটার বিহীন সরকারের হাতের মুঠোয় বন্দি হয়ে পড়ায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। তিনি বলেন সরকার আজ মানুষের কথা ভাবছেনা তারা চিন্তা করছে কি করে আরো একটি ৫ই জানুয়ারীর মত এদেশে আর একটি নির্বাচন করে ক্ষমতা দখল করে রাখা যায়। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিএনপির দলীয় কার্যালয়ে বিভাগীয় শ্রমীকদলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন সরোয়ার। আগমী ৭ই এপ্রিল বিএনপি’র বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে বিভাগীয় শ্রমীক দলের আয়োজনে এক প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা শ্রমীক দলের সাধারন সম্পাদক বশির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বরিশাল বিভাগীয় শ্রমীক দল‘র সাধারন সম্পাদক জিএম ফারুক, বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া, শ্রমিক দল বরিশাল মহানগর সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ, বরিশাল জেলা শ্রমীক দলের সহ-সভাপতি আঃ রব, পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি আঃ বাতেন, পটুয়াখালী জেলা শ্রমিক দলের সভাপতি কাইসার হোসেন, বরগুনা জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল হাকিম, ভোলা জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ মানিক, সাধারন সম্পাদক মোঃ কবীর তালুকদার, বরগুনা জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক নাসির উদ্দিন মোল্লা, ঝালকাঠী জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান প্রমুখ। প্রধান অতিথি যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার আরও বলেন আজ যারা গনতন্ত্রের জন্য কথা বলেন তারা গুম, খুন হয়ে যাচ্ছে। দেশের প্রধান বিচারপতিকে রাতের আঁধারে দেশ থেকে পালিয়ে যেতে হচ্ছে তাহলে কোথায় দেশের গনতন্ত্র ? তিনি আরও বলেন আজ দেশের মানুষ তাদের নিজস্ব মৌলিক কথা বলা, মিছিল-মিটিং সমাবেশ করার অধিকার পাচ্ছে না। তাই আগামী জাতীয় নির্বাচন একটি সহায়ক সরকারের মাধ্যমে বাস্তবায়ন করার মাধ্যমে গনতন্ত্র পূর্ণ উদ্ধারের জন্য আন্দোলন-সংগ্রাম বেগবান করার আহবান জানান সরোয়ার।
Leave a Reply