স্টাফ রিপোর্টার॥ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কার্যকর নিয়ন্ত্রণের জন্য বরিশালে মানবন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)। গতকাল রোববার বেলা ১১টায় নগরীর অশি^নী কুমার হল চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সনাক জেলা সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, সনাক সদস্য কাজী সেলিনা, সাবেক জেলা শিক্ষা অফিসার মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুন, অধ্যাপিকা শাহ্ সাজেদা, প্রফেসর এম মোয়াজ্জেম হোসেন, ডাঃ সৈয়দ হাবিবুর রহমান, সরকারী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইউনুস, আসিফ ইকবাল, সোহানুর রহমান সোহান, টিআইবি প্রোগ্রম ম্যানেজার মোঃ ফিরোজ উদ্দিন, শামিমা আক্তার জুইসহ অন্যরা। এসময় বক্তরা বলেন, আমরা উন্নয়নশীল দেশের কথা বলছি, আমরা মধ্যম আয়ের দেশের স্বপ্ন দেখছি। দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংশ করে দেশ কখনো উন্নয়নশীল হতে পারে না। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধ এবং প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার জন্য কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান জানান বক্তারা।
Leave a Reply