চাঁদপুর পৌরসভা নির্বাচনে স্থানীয়ভাবে বিএনপি’র মেয়র প্রার্থী মনোনীত হয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, শহর বিএনপির সাবেক সভাপতি ও চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি আক্তার হোসেন মাঝি। তবে চূড়ান্ত অনুমোদন দিবে কেন্দ্রীয় বিএনপি।
শুক্রবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের বাসায় দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠক হয়। বৈঠকে একক প্রার্থী হিসেবে আক্তার হোসেন মাঝিকে চূড়ান্ত করা হলেও আজ শনিবার স্থানীয়ভাবে মেয়র পদের দলীয় প্রার্থী নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন জেলা বিএনপি নেতৃবৃন্দ।
চাঁদপুর জেলা বিএনপি নেতৃবৃন্দ আশা করছেন, কেন্দ্রীয় কমিটি জেলা কমিটির চূড়ান্ত করা প্রার্থীকে দলীয় মনোনয়ন তথা ধানের শীষ প্রতীক বরাদ্দ দিবেন। তবে কেন্দ্রের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হবে। মনোনয়ন ও প্রতীক সংক্রান্ত চিঠি আজ-কালের মধ্যেই প্রার্থীকে হস্তান্তর করা হবে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, দীর্ঘ এ বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান সফিকুজ্জামান, মুনির চৌধুরী, কাজী গোলাম মোস্তফা, সেলিমুসসালাম, ফেরদৌস আলম বাবু, খলিলুর রহমান গাজী, অ্যাড. হারুনুর রশিদসহ শীর্ষ নেতৃবৃন্দ।
তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে বক্তব্য প্রদানে রাজী হননি কোনো নেতা।
এদিকে, চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস হাজী মোশারফ হোসাইন নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার সকালে জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, স্থগিত চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদে হাজী মোশারফ ছাড়া কেউ মনোনয়নপত্র উত্তোলন করেননি।
এদিকে, আগামী ১৫ সেপ্টেম্বর চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ। আগামী ১০ অক্টোবর স্থগিত চাঁদপুর পৌরসভার নির্বাচন।
Leave a Reply