দখিনের খবর ডেস্ক ॥ বরিশালের আঞ্চলিক দৈনিক শাহনামা পত্রিকার বার্তা সম্পাদক মামুনুর রশিদ নোমানীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অনুমতি ছাড়া ‘অসৎ উদ্দেশ্যে’ বিশিষ্টজনদের গোপনে ভিডিও করার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন-মামুন অর রশিদ নোমানী, তার সহযোগী কামরুল মৃধা এবং লাবু গাজী। গতকাল শনিবার রাতে অভিযুক্তদের নগরী সংলগ্ন কীর্তনখোলা নদীর ত্রিশ গোডাউন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে কোতয়ালী পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম। মামলা সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সন্ধ্যা রাতে ত্রিশ গোডাউন এলাকায় ঘুরতে আসা কয়েকজন বিশিষ্ট নাগরিকের চলাচলের ভিডিও গোপনে ধারণ করছিলেন নোমানী ও তার সহযোগীরা। বিষয়টি ওই বিশিষ্টজনরা টের পেলে ঘটনাস্থল থেকে দৌড়ে পালানোর চেষ্টা চালান অভিযুক্ত নোমানী, কামরুল ও লাবু গাজী। এ সময়ে প্রত্যক্ষদর্শীরা ধাওয়া দিয়ে ধরে পুলিশে সোপর্দ করে তাদের। এই ঘটনায় বরিশাল সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সাঈদ আহম্মেদ মান্না বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান জানিয়েছেন, তিনি (নোমানী) নামে-বেনামে ফেসবুক আইডি খুলে তাতে অপপ্রচার চালিয়ে মানুষের সম্মানহানি করতেন বলে পুলিশের কাছে অভিযোগ এসেছে, যা খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply