মঠবাড়িয়া প্রতিনিধি ॥ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা জিসি-গুলিশাখালী জিসি ভায়া বান্ধবপাড়া বাজার রোডের নীলপুর অংশের কাজ বন্ধ রাখায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে ব্রিটিশ আমলের এ রাস্তাটি ঘেঁষে একটি বাজার রয়েছে। ঠিকাদারের অবহেলার কারনে মাছ ও কাঁচা বাজার ব্যবসায়ীরা পরেছে চরম বিপাকে। রাস্তাটির উন্নয়ন কাজ বন্ধ থাকা অংশ বাদুরতলী ও বুখইতলা গ্রামের ওপর থাকলে জনদুর্ভোগের শিকার হচ্ছে ৮টি গ্রামের মানুষ।বিবিএস মাধ্যমিক বিদ্যালয়, সাপলেজা মডেল হাই স্কুল সহ একাধিক প্রাথমিক ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা এ রাস্তা দিয়ে চলাচল করে।সোনাখালী মোল্লা বাড়ি থেকে পূর্ব সাপলেজা মাওলানা বাড়ি মোড় পর্যন্ত রাস্তাটি সাপলেজা – বান্ধবপাড়া রাস্তাটির সাথে সংযুক্ত। সোনাখালী ভায়া মানিকখালী কার্পেটিং রাস্তাটির সংযোগ সড়কও এটি।
এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, ইফতি ইটিসিএল (প্রাইভেট) লিঃ নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান রাস্তাটির কার্পেটিংকরনের কাজ পায়।উক্ত রাস্তাটির ১৬৬০ মিটার উন্নয়ন কাজ ১৫ জুলাই সম্পন্ন হওয়ার কথা। স্হানীয় হারুন অর রশীদ নামে এক ব্যবসায়ী জানান, রাস্তার কাজ বন্ধ থাকায় কোম্পানির গাড়ি আসতে পারছে না। ২ টি কালভার্ট আছে। শুষ্ক মৌসুমে সম্পন্ন না করায় এখন সম্পন্ন করতে পারছে না। এলাকার জনসাধারণকে পায়ে হেঁটে চলাচল করতে হচ্ছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মিরাজ মিয়া জানান,‘সাপলেজা-বান্ধবপাড়া রাস্তাটি খুবই জনগুরুত্বপূর্ণ। তবে কি কারনে কাজ বন্ধ রয়েছে তা আমার জানা নেই।’ উপজেলা নির্বাহী প্রকৌশলী কাজী জসিম জানান,‘বর্ষার কারনে ঠিকাদার কাজ বন্ধ রেখেছে।বর্ষার মৌসুম শেষ হলেই ওই রাস্তার কাজ পুনরায় শুরু হবে।”
Leave a Reply