নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মেট্রোপলিট্রনের পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক)’ র উদ্যোগে অসহায়, দুস্থ্য ও কর্মহীন নারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার(১৯ সেপ্টেম্বর) বেলা ১২ টায় বরিশাল পুলিশ লাইন্সে পুনাক কার্যালয়ে পুনাক সভানেত্রী (বিএমপি কমিশনারের সহধর্মিণী) আফরোজা পারভীনের নের্তৃত্বে মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এ সময়ে আরো উপস্থিত ছিলেন, পুনাক বিএমপি সাধারণ সম্পাদিকা দিলরুবা আলম (সহধর্মিণী উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম), দপ্তর সম্পাদিকা প্রকৌশলী নিশাত সিদ্দিক (সহধর্মিণী উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর আবু রায়হান মুহাম্মদ সালেহ্), উৎপাদন সম্পাদিকা সুবর্ণা আক্তার সম্পা (সহধর্মিণী উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস খান মুহাম্মদ আবু নাসের),পুনাক সদস্য তাহমিনা এ্যানি (সহধর্মিণী অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিবি রেজাউল করিম,কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ মাসুদ রানা সহ বিএমপি পুলিশের অন্যান্য সদস্যরা। পরে পুনাক নের্তৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষীকী উপলক্ষে নগরীর রুপাতলী বরিশাল মেট্রোপলিট্রন পুলিশ লাইন্সে বৃক্ষ রোপন করেন। এ সময় পুনাক সভানেত্রী আফরোজা পারভীন বলেন, জাতির পিতার জন্মশত বার্ষীকী উপলক্ষে পুনাক নানা কর্মসূচী গ্রহন করেছে।তারই অংশ বিশেষ এ বৃক্ষ রোপন কর্মসূচী।বৃক্ষ রোপন করে আমরা আমাদের বাংলাদেশকে সবুজ শ্যামল রুপদিয়ে দেশে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারবো। মহামারী করোনা দুর্যোগকালে অসহায় দুস্থ্য ও কর্মহীন ২০ পরিবারের মাঝে আমরা খাদ্য সামগ্রী বিতরন করেছি।ভবিষ্যতে পুনাক আরো নানামুখী কার্যক্রম গ্রহন করে সামনের দিকে এগিয়ে যাবে।
Leave a Reply