মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥ মেহেন্দিগঞ্জ পৌর বন্দরে একাধিক ব্যবসায়ীর ক্ষতি করে দিদারুল ইসলাম নামের এক ব্যাক্তি মার্কেট নির্মাণ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারী বন্দর ব্যবসায়ী আব্দুল খালেক জমদ্দার বলেন, তার পাশ্চবর্তী ব্যবসায়ী দিদারুল ইসলাম নতুন মার্কেট নির্মাণ করছেন, মার্কেট’র মেঝেতে বালু ভরাট করতে গিয়ে আমাকে কোন প্রকার সতর্ক না করে বালু দিয়ে আমার দোকানে ব্যপক ক্ষতিসাধন করেন, আমার ষ্টেশনারীসহ খাবারের দোকানে প্রায় এক কোমর বালুর স্তুপ জমে। এতে দোকানের তিনটি ফ্রিজসহ মালামালের ব্যাপক ক্ষতি হয়। সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি তাকে একাধিক বলা সত্ত্বেও অদৃশ্য শক্তির বলে কর্ণপাত করছেন না। উল্টো এ নিয়ে আইন আদালত না করার হুমকি প্রদান করছেন। উদাসীনতাকেই দায়ী করছেন তারা। তবে এই ব্যাপারে অভিযুক্ত দিদারুল ইসলাম’র সাথে যোগাযোগ’র চেষ্টা করেও তাকে না পাওয়ার বক্তব্য নেওয়া যায়নি।
Leave a Reply