সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ অ্যাক্টিভ অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। সব মিলিয়ে তার ফলোয়ারের সংখ্যা ৫৭ দশমিক ৫ মিলিয়নের বেশি। এই ফলোয়ারদের কাজে লাগিয়ে বেশ মোটা অঙ্কের টাকা আয় করেন প্রিয়াংকা।
গত বছর যুক্তরাজ্যভিত্তিক সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সংস্থা হপার এইচকিউ ইনস্টাগ্রাম পোস্ট থেকে সর্বাধিক অর্থ আয় করা প্রোফাইল মালিকদের নামের তালিকা প্রকাশ করেছে। সেখানে আছে এ তারকার নাম। জানা গেছে, প্রিয়াংকা চোপড়া তার ইনস্টাগ্রামে প্রতি বিজ্ঞাপনমূলক পোস্টের জন্য প্রায় ২ কোটি রুপি নিয়ে থাকেন, বলিউডের সব নায়িকার মধ্যে যা সর্বাধিক আয়।
প্রিয়াংকা চোপড়ার জনপ্রিয়তা নিয়ে অবশ্য নতুন করে বলার কিছু নেই। শুধু ভারত নয়, বিশ্বজুড়েই আজ বিখ্যাত তিনি। হলিউডে নানা সময় নানা প্রজেক্টে কাজ করে বিশ্বের প্রায় প্রতিটি কোনায় স্বীকৃতি অর্জন করেছেন। গুণী এ অভিনেত্রী ২০০৮ সালে ‘ফ্যাশন’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে তিনি ভারত সরকার প্রদত্ত চতুর্থ বেসামরিক পুরস্কার ‘পদ্মশ্রী’ অর্জন করেন এবং টাইম ম্যাগাজিন প্রকাশিত তালিকায় শীর্ষ ১০০ প্রভাবশালী নারী হিসেবে তালিকাভুক্ত হন।
Leave a Reply