নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন, বৈধ সুবিধার বাহিরে অবৈধ আশা করলেই ব্যবস্থা। আমাদের সমাজ, পরিবার ঘুণে ধরা হলেও কোন মা-বাবা চায় না তার সন্তান অন্যায় পথে চলুক, বেশির ভাগ মা-বাবা চায় সে যেন ভালো পথে চলে ন্যায়ের পথে চলে। সমাজ মাদকমুক্ত করার দায় অনেকটাই আমাদের, যাদের কাজ ভূত তাড়ানো তাদের মধ্যে কিছুতেই ভূতের বসবাস হতে পারে না। আমাদের আগে মাদকমুক্ত হতে হবে। অন্যায়ের প্রশ্রয় দিবে, মাদক খাবে, পুলিশে চাকুরী করবে ;জাতির সাথে এতবড় হিপোক্রেসি, বেঈমানী করে পুলিশে চাকুরি থাকতে পারে না।’ বুধবার (৩০ সেপ্টেম্বর) পরিদর্শনকালে কোতোয়ালি মডেল থানা অফিসার ইনচার্জসহ সকল অফিসারদের উদ্দেশ্য ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, মাদক সংশ্লিষ্টতায় ডোপ টেষ্টে কেউ ধরা পরলেই চাকুরি হারাবে এবং ফৌজদারি মামলা দেয়া হবে। যে কোন ঘটনায় শতভাগ নিষ্ঠার সাথে সঠিক তদন্ত করে ন্যায় বিচার পাইয়ে দেয়া আমাদের কাজ। এ কাজ করতে গিয়ে মাথায় কোন ফাউল প্লে থাকলে তা থেকে মনকে সম্পূর্ণ পুনর্বাসিত হতে হবে। এ-সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ জাকারিয়া রহমান, সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি মডেল থানা মোঃ রাসেল, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম পিপিএমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply