ফরহাদ হোসেন মেহের, লালমোহন॥ ভোলা-৩ লালমোহন-তজুমদ্দিন) আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুল সারা বাংলাদেশে প্রতিবন্ধী শিশুদের অধিকার প্রতিষ্ঠায় প্রথম কাজ শুরু করেন। সায়মা ওয়াজেদ পুতুল বুদ্ধিপ্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধীদের জন্য কাজ করার কারনে সে দেশে ও বিদেশে একাধিকবার বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন, সম্মানিত হয়েছেন। প্রতিবন্ধীরা ছিল একসময় অবহেলিত। এখন আর প্রতিবন্ধীরা অবহেলিত নয়। তাদেরকে সুযোগ দিলে তারাও বিভিন্ন কাজে অংশগ্রহণ করে সুনাম অর্জন করতে পারে। তাই প্রতিবন্ধীদের কে অবহেলার দৃষ্টিতে দেখার সুযোগ নেই। ২ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার সকালে ভোলার লালমোহন আবুগঞ্জ বাজারের পাশে ডাস বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব কথা বলেন এমপি শাওন।
“একা নয় যৌথ প্রয়াসে এগিয়ে যাবো, বন্ধুর হলেও সে পাঁ দাড়াবো”। ‘প্রতিবন্ধীরা দেশের বোঝা নয়, দেশের সম্পদ’ শ্লোগানে লালমোহন স্টুডেন্ট ইউনিয়ন কর্তৃক আয়োজিত ডাস্ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়র শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পরিবারের সদস্যদের “উদ্ধুদ্ধকরণ কর্মশালা-২০২০ অনুষ্ঠিত হয়েছে। লালমোহন স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান সিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এমপি শাওনের লালমোহন ও তজুমদ্দিনের আইসিটি বিষয়ক উপদেষ্টা ইশরাক চৌধুরী নাওয়াল, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ওসি মাকসুদুর রহমান মুরাদ, দ্বীপ উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ ইউনুছ মিয়া, জেলা পরিষদ সদস্য মনির হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন প্রমুখ।
এর আগে সকাল ১০টায় লালমোহন উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সংস্থার অফিস উদ্বোধন করেন এমপি শাওন। উদ্বোধনকালে এমপি শাওন বলেন, চাকুরী কালীন যেভাবে মানুষের সেবায় নিয়োজিত ছিলেন তেমনি এখনো সেভাবেই মানুষের সেবার ধারা অব্যাহত রাখার বিকল্প নেই। তিনি অবসরপ্রাপ্ত সৈনিকদের বিভিন্ন দাবী পূরনের সম্মতি প্রদান করেন। এসময় অনুষ্ঠানে লালমোহন উপজেলার বিভিন্ন অবসরপ্রাপ্ত সৈনিকগন উপস্থিত ছিলেন।
Leave a Reply