গৌরনদী প্রতিনিধি ॥ করোনা আক্রান্ত জনতা ও অগ্রনী ব্যাংকের সাবেক পরিচালক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দারসহ তার পরিবারের সদস্যদের রোগমুক্তি কামনায় গতকাল শনিবার দুপুরে বরিশালের গৌরনদীতে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জানাগেছে, গত ১৮ সেপ্টেম্বর অ্যাডভোকেট বলরাম পোদ্দারের জ্বর ও কাশি দেখা দেয়। এরপর চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করেন। এতে জ্বর ভাল হয়ে যায় কিন্তু কাশি সম্পূর্ণ ভাল হয়নি। এরপর থেকে তিনি একজন বক্ষব্যাধী চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষধ সেবন করছেন। অ্যাডভোকেট বলরাম পোদ্দার জানান, গত ২০ সেপ্টেম্বর তার পরিবারের অন্য সদস্যরা জ্বরে আক্তান্ত হয়ে পড়েন। এরপর তিনি ও তার স্ত্রী বিলকিস আক্তার নিপা, ছেলে রাহুল পোদ্দার, মেয়ে পিয়াংকা পোদ্দার মিলে গত ২২ সেপ্টেম্বর রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে গিয়ে করোনা পরীক্ষার জন্য স্যাম্পল (নমুনা) দেন। ২৬ সেপ্টেম্বর পরীক্ষার রিপোর্ট হাতে পান। এতে দেখেন তিনিসহ তার পরিবারের সবাই করোনা আক্রান্ত। পরিবারের সদস্যদের নিয়ে তিনি বর্তমানে রাজধানী ঢাকার বেইলি রোড়ের নিজ বাসায় হোম আইসোলেশনে আছেন। এ ঘটনা জানাজানি হলে উৎকন্ঠিত হয়ে পড়েন তার ভক্ত ও অনুসারীরা। ফলে ওই পরিবারের সবার রোগমুক্তি কামনায় গতকাল শনিবার দুপুর দেড়টায় উপজেলার বার্থী শ্রী শ্রী তারা মায়ের মন্দির ট্রাষ্টের আয়োজনে মন্দির অঙ্গনে এক বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
বার্থী তারা মন্দির ট্রাষ্টের সাধারন সম্পাদক প্রনব রঞ্জন দত্ত (বাবু দত্ত)’র সভাপতিত্বে অনুষ্ঠিত ওই প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন, মন্দির পূজা উদযাপন কমিটির সহসভাপতি চক্রবর্তি গৌরাঙ্গ লাল, সাধারন সম্পাদক অপু রায়, সহ-সাধারন সম্পাদক সজল ঘোষ, আশিষ দাস, সুমন মালো, কোষাধ্যক্ষ দুলাল মজুমদার, সহ কোষাধ্যক্ষ সুমন দাস, পুজা উদযাপন কমিটির সাবেক সভাপতি বিল্টু রঞ্জন সাহা, সাবেক সম্পাদক পঞ্চানন দত্ত, সদস্য ডাঃ রামেন্দ্র বিশা¦াস, বিপুল ঘোষ, হরিপদ দাস, ভাস্কর পাল, পিন্টু চক্রববর্তী প্রমুখ। উল্লেখ্য, এলাকার সনাতন হিন্দু ধর্মাবলম্বী হাজারের অধিক নারী পুরুষ এ প্রার্থনা সভায় অংশ নেয়।
Leave a Reply