বিশেষ প্রতিবেদক ॥ মাদক বিরোধী অভিযানের নামে দেশে আগাম কোনো পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে কিনা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, এটাকে মাদকবিরোধী অভিযান বললে ভুল হবে। এর পেছনে ষড়যন্ত্র আছে। কাদের ইঙ্গিতে মানুষ হত্যা করা হচ্ছে? কারা এই তালিকা তৈরি করেছে এ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর মুক্তির দাবিতে এই প্রতিবাদ সভার আয়োজন করে ঢাকা মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক ফোরাম। আয়োজক সংগঠনের সভাপতি ফখরুল ইসলাম রবিনের সভাপতিত্বে ও গাজী রেজওয়ান-উন হোসেন রিয়াদের পরিচালনায় এতে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা মসিউর রহমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, গোলাম সারোয়ার, ইয়াসীন আলী ও সাইফুল ইসলাম ফিরোজ বক্তব্য রাখেন। মির্জা ফখরুল বলেন, আজকে রক্তাক্ত হয়ে গেছে বাংলাদেশ। ২০১৩ সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করছিলাম, তখন রক্ত ঝড়িয়েছে সরকার। ২০১৪ সালে ৫ জানুয়ারির পর যখন আন্দোলন করেছিলাম, তখনও রক্ত ঝড়িয়েছে। প্রতিদিন মানুষ হত্যা করা হচ্ছে। এবার যে রক্ত ঝরছে তা সত্যিকার অর্থে ইতোপূর্বে আর কখনো ঝড়েনি। একটা সভ্য দেশে বিনা বিচারে ভয়ঙ্করভাবে মানুষ হত্যা করা হবে এটা কল্পনা করা যায় না। এত রক্ত ১৯৭১ সাল ছাড়া এদেশে আর কখনও ঝরে নাই। তিনি বলেন, কে মাদকদ্রব্য সেবন করে বা কে মাদকের ব্যবসা করে সেটা আমাদের প্রশ্ন নয়। আমাদের প্রশ্ন হচ্ছে যাদের হত্যা করা হচ্ছে তাদের বিচার করা হচ্ছে না কেন?। আওয়ামী লীগের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আপনার ঘরে যারা মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত, যারা মাদক স¤্রাট নামে পরিচিত, তাদের গায়ে একটা ফুলের টোকাও দিচ্ছেন না।
Leave a Reply