নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের বাবুগঞ্জের বাটাজোর-জাহাপুর ও আগরপুরের ২০ কিলোমিটার সড়ক নির্মাণ ও পূর্ণ সংস্কার করার মাধ্যমে বীর শ্রেষ্ট ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীরের পাঠাগারটি আলোকিত করার দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে উক্ত এলাকার ভূক্তভোগী সাধারন জনগণ। শানিবার (১০ই) অক্টোবর সকাল সাড়ে ১০ টায় এলাকার ভূক্তভোগী সাধারন জনগণের ব্যানারে একর্মসূচি পালন করেন তারা। অধ্যাপক আব্দুল হাকিমের সভাপতিত্বে জণ সাধারনের ব্যবহিত সড়ক দ্রুত সংস্কারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়াকার্স পার্টির জেলা কমিটির সম্পাদক মন্ডলির সদস্য মোজাম্মেল হক ফিরোজ। এসময় আরো বক্তব্য রাখেন ছাত্রনেতা শামিল শাহরুখ তমাল,মোঃ ফরিদ উদ্দিন, পলাশ সিকদার, মোঃ মাসুম, মোঃ সায়েম প্রমুখ।
ভূক্তভূগিরারা দীর্ঘ ৫টি বছর এই ভাংগা-চুড়া সড়ক সংস্কারের দাবী জানিয়ে আসছে কিন্তু আজ পর্যন্ত সড়কটি সংস্কার করার কোন উর্দ্যোগ গ্রহন করা হয়নি। সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় উক্ত বরিশাল-শারিকল ভায়া শিলনদিয়া রাস্তার মাথার হাট পর্যন্ত যান-বাহন চলাচল বন্ধ হয়ে যাবার কারনে উক্ত এলাকার প্রায় ২ লক্ষ মানুষ আজ চলাচল করতে দিয়ে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। এতে করে জীবন-জিবিকার ব্যবসা-বাণিজ্যের উপর বিরুপ প্রভাব পরেছে। অন্যদিকে একই সড়ক দিয়ে বীর শ্রেষ্ট ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীরের বাড়ি ও পাঠাগারের যাতায়াতের একমাত্র পথ। এই পথটি ব্যবহারের অনোপুযোগী হয়ে পড়ার কারনে কোন মানুষই উক্ত পাঠাগারে যেতে না পারার কারনে পাঠাগারটি দিন দিন অন্ধকারে নিমর্জিত হওয়ার পথে ধাবিত হচ্ছে। তাই দ্রুত সড়কটি নির্মান ও সংকার করার মাধ্যমে সাধারন জণ গনের চলাচলের ব্যবস্থা করা সহ বীব শ্রেষ্ট ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীর পাঠাগারটি আলোকিত করে তোলার দাবী জানান।
Leave a Reply