নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। রোববার (১১ অক্টোবর) সকালে মহানগর গোয়ন্দো শাখার সহকারী পুলিশ কমিশনার রবিউল ইসলাম শামীমের নেতৃত্বে পুলিশ পরিদর্শক কমলেশ চন্দ্র হালদার, উপ-পরিদর্শক (এসআই) সুজিত ও তাদের সঙ্গীয় ফোর্সসহ চরকাউয়া খেয়াঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে পিরোজপুর সদরের হুলারহাটের মরিচাল এলাকার মো. বাহাদুর হোসেন অপুকে (৩২) এক কেজি গাঁজাসহ আটক করা হয়।
এরআগে অপর এক অভিযানে মহানগর গোয়ন্দো শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রেজাউল করিমের নেতৃত্বে পুলিশ পরিদর্শক হরিদাস নাগ, এসআই মো. ফিরোজ আলম মুন্সি ও তাদের সঙ্গীয় ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন রহমতপুর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় উজিরপুর থানাধীন মধ্য কেশবকাঠী এলাকার মো. নজরুল বেপারী (৩৮) ও পশ্চিম কেশবকাঠী এলাকার মো. রাসেল হাওলাদারকে (২৩) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নয় শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এদিকে উজিরপুর থানাধীন চাঙ্গুরিয়াস্থ গুঠিয়া মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করেছে র্যাবের সদস্যরা। অভিযানে আটক মো. মামুন হাওলাদার (২৮) ঝালকাঠি সদরের বড় একসারাপাড়া এলাকার নুরুল হকের ছেলে। এ ঘটনায় র্যাব-৮ এর ডিএডি নূর ইসলাম বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
Leave a Reply