রংপুরের মিঠাপকুরের গড়ের মাথায় ট্রাক চাপায় র্যাব কর্মকর্তা এসএম রাজু আহমেদের মৃত্যু হয়েছে।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান, রোববার রাত সাড়ে ১০ টার দিকে রংপুরের মিঠাপুকুরের গড়ের মাথায় ফুলবাড়ি থেকে থেকে ছেড়ে আসা পাথর বোঝাই ট্রাক মোটরসাইকেল আরোহী র্যাব-১৩ কর্মরত এএসআই এসএম রাজু আহমেদকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাত পৌনে ১২ টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সময় তিনি সাদাপোশাকে ছিলেন। মৃত র্যাব সদস্যের মানিব্যাগ থেকে পাওয়া পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় সনাক্ত করা হয়। খবর পেয়ে সেখানে ছুটে যান র্যাব-১৩ এর সহকর্মীরা। তারা জানায়, মৃতের একটি সাত বছরে শিশু বাচ্চা ও তার স্ত্রী সাত মাসের অন্তঃসত্তা।
ঘটনার সময় স্থানীয়রা ট্রাক এবং চালক হাফিজুলকে আটক করে পুলিশে দিয়েছে। চালকের বাড়ি চুয়াডাঙ্গা সদরের কেদারগঞ্জ গ্রামে।
মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. গোলামী রব্বানী জানান, হাসপাতালে আনার পর আমরা তার তিনদফায় তার হার্টবিট আছে কিনা তা পরীক্ষা করি। কিন্তু তিনি বেঁচে ছিলেন না। ট্রাক চাপায় ছিটকে মহাসড়কে পড়ে তার শরীরের বিভিন্ন অংশ ছিন্নিভিন্ন হয়ে গিয়েছিল।
Leave a Reply