নিজস্ব প্রতিবেদক ॥ স্বাস্থ্যবিধি মেনে এবার সারাদেশে ৩০ হাজার ২২৫টি ম-পে দুর্গোৎসব পালন করা হবে। গতবছর এ সংখ্যা ছিলো ৩১ হাজার ৩৯৮টি। করোনাভাইরাসের কারণে গতবছরের তুলনায় এবার ১ হাজার ১৭৩টি ম-পে পূজা কম হচ্ছে। অন্যদিকে ঢাকা মহানগরে এ বছর পূজা ম-পের সংখ্যা ২৩৩টি। গত বছর এ সংখ্যা ছিলো ২৩৭টি। আর ঢাকা জেলায় পূজা হচ্ছে ৭৪০টি। গতবছরের চেয়ে এবার মাত্র দুটি ম-পে পূজা কম হচ্ছে। এছাড়াও ঢাকা বিভাগে এবার ৭ হাজার ১৪টি ম-পে পূজা অনুষ্ঠিত হচ্ছে। গতবছর অনুষ্ঠিত হয়েছিল ৭ হাজার ২৭১টি মন্দিরে। গতবছরের তুলনায় চট্রগ্রাম বিভাগে এবার ৫৫০টি ম-পে পূজা কম হচ্ছে। এ বিভাগে এবার পূজা অনুষ্ঠিত হবে ৩ হাজার ৯০৬টি। খুলনা বিভাগে ৪ হাজার ৬৮৯টি, সিলেট বিভাগে ২ হাজার ৬৪৬টি, ময়মনসিংহ বিভাগে ১ হাজার ৫৮৪টি, বরিশাল বিভাগে ১ হাজার ৭০১টি, রংপুর বিভাগে ৫ হাজার ২৫০টি এবং রাজশাহী বিভাগে ৩ হাজার ৪৩৫ টি ম-পে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী বলেন, করোনার কারণে এবার দেশের অনেক ম-পেই দুর্গা পূজা হচ্ছে না। তবে এ সংখ্যা বাড়তে কমতে পারে বলেও জানান তিনি। করোনা আতঙ্কের আবহেই আগামী ২১ অক্টোবর বুধবার থেকে শুরু হচ্ছে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এদিন দেবীর বোধন।
Leave a Reply