গৌরনদী প্রতিবেদক ॥ বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ গতকাল শুক্রবার সকালে উপজেলার ৭নং সরিকল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন মৃধাকে গ্রেফতার করেছে।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মোঃ আফজাল হোসেন জানান, উপজেলার সদরের কসবা গ্রামের ইমরাত খান নামে জনৈক ব্যক্তির গত ৩ ফেব্রুয়ারী দায়েরকৃত একটি হামলা ও নাশকতার মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত বিএনপি নেতা জাহাঙ্গীর মৃধা বলেন, আমার নামে থানায় একটি মিথ্যা মামলা ছিল। সম্প্রতি হাইকোর্ট থেকে আমি ওই মামলায় জামিন নিয়ে এসেছি। ফলে আমি এলাকায়ই অবস্থান করছিলাম। আজ শুক্রবার সকাল ৭টার দিকে আমি পায়ে হেটে আমার নেতা, সাবেক এমপি এম. জহির উদ্দিন স্বপন সাহেবের গ্রামের বাড়িতে যাচ্ছিলাম। পথিমধ্যে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্র্রে ইনচার্জ পেছেন থেকে আমাকে ডাক দিয়ে দাড়াতে বলেন। আমি তার কথা শুনতে দাড়াই। এ সময় তিনি আমাকে বলেন ওসি সাহেব আপনাকে কথা শুনতে বলেছে আমার সাথ একটু থানায় চলুন। এই বলে আমাকে থানায় ডেকে নিয়ে এসে গ্রেফতার করেছে। কি অভিযোগ আমার বিরুদ্ধে তা আমি জানিনা। তবে সাম্প্রতিক সময়ে স্থানীয় আওয়ামীলীগের তরফ থেকে আমাকে বারবার আওয়ামীলীগে যোগদানের প্রস্তাব দেয়া হচ্ছিল। আমি তাদের প্রস্তাবে রাজি হইনি। এ কারনে হয়ত হয়রানীর উদ্দেশ্যে আমাকে আরো একটি মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হল। জাহাঙ্গীর মৃধার অভিযোগ অস্বীকার করে সরিকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মেজবাহউদ্দিন আকন বলেন, আমি এ রকম কোন প্রস্তাব তাকে দেইনি। তবে হাই কমান্ডের কেউ ওই প্রস্তাব দিতে পারে। আমার সেটা জানা নেই। সরিকল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন মোল্লা বলেন, এ রকম ঘটনা আমারও জানা নেই।
Leave a Reply