গৌরনদী প্রতিনিধি ॥ সরকারি কলেজে কর্মরত বে-সরকারি কর্মচারীদেরকে নিয়োগের তারিখ থেকে চাকুরি সরকারি করণের দাবিসহ ৫দফা দাবিতে গতকাল রোববার সকালে বরিশালের সরকারি গৌরনদী কলেজের বে-সরকারি কর্মচারীদের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনকারীদের ৫দফা দাবির মধ্যে রয়েছেঃ দফা ১. চাকুরিতে যোগদানের তারিখ হতে চাকরি সরকারি করণ করতে হরে। দফা ২. স্বপদে বহাল রেখে সকল প্রকার সরকারি সুযোগ সুবিধা প্রদান করতে হবে। দফা ৩. চলমান কর্মচারীর চাকুরি সরকারি না হওয়া পর্যন্ত নতুন নিয়োগ বন্ধ রাখতে হবে। দফা ৪. চাকুরীকালীন সময়ের সকল বকেয়া পরিশোধ করতে হবে। দফা ৫. বয়সের কোন উর্ধসীমা থাকবেনা। এ দাবি আদায়ের লক্ষে সরকারি গৌরনদী কলেজের বে-সরকারি কর্মচারীরা গতকাল বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচী পালন করে। অফিস সহকারী মোঃ আজাহার আলী সরদারের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে অফিস সহায়ক শিশির চন্দ্র দাস, মোসাঃ হোসনেয়ারা বেগম হনুফা বেগম, ফুলজান বিবি, সুফিয়া বেগম, নুর আলম সোহেল, আব্দুস সালাম বেপারী, নমিতা দাস, হারুন অর রশিদ, আমিরুল ইসলাম, তাপস কুমার দাস, রেহানা বেগম মোঃ মহিউদ্দিন খান (ইমাম), মোঃ আব্দুল্লাহ (মোয়াজ্জিন), বিশাই, মোঃ আবুল মোল্লা প্রমুখ অংশগ্রহন করেন।
Leave a Reply