নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার কোদালধোয়ায় জমি বিক্রয়ের বাঁকি টাকা চাওয়ার অপরাধে গতকাল রোববার সকালে কোদালধোয়া বাজারে অমল বালা নামে এক চা দোকানিকে দোকানে ঢুকে মারধর করে দোকানের মালা মাল তছনচ করার অভিযোগ পাওয়াগেছে। স্থানীয় ও চা দোকানি অমল বালা জানায়, আগৈলঝাড়া উপজেলার কোদালধোয়া গ্রামের মৃত্যু প্রতাব বালার ছেরে অমল বালা অভাবের কারণে একই এলাকার মৃত্যু কৃষ্ণ বাড়ৈর ছেলে কমলেস বাড়ৈ, অরবৃন্দু বাড়ৈ, দীপঙ্কর বাড়ৈ ও সুপঙ্কর বাড়ৈর কাছে ৯ কাঠা জমি ২লাখ ৭০হাজার টাকায় বিক্রীকরে। অমল বালা আগৈলঝাড়া সাফরেজিস্ট্রি অফিসে এসে কমলেস বাড়ৈ সহ ভাইদের নামে জমি দলিল রেজিস্ট্রি করে দেয়। কমলেস বাড়ৈদের কাছে টাকা না থাকায় টাকা পরে দিবে বলে অমল বালাকে স্থানীয় রবি বিশ্বাসের মাধ্যমে জানালে অমল মেনে নেয়। সেই জমিবিক্রীর বাকি টাকা অমল গতকাল রোববার সকালে চাইলে অরবৃন্দু বাড়ৈ, দীপঙ্কর বাড়ৈ ও সুপঙ্কর বাড়ৈ মিলে কোদালধোয়া বাজারে অমল বালা চায়ের দোকানে ঢুকে মারধর করে অহত করে এবং দোকানের থাকা মালা মাল তছনচ করেচলে যায়। এব্যাপরে স্থানীয় ননী ওঝা এবং হরিপদ হালদার বলেন, আমারা দোকানে চা পান করছিলাম এমন সময় দোকান ঘরে ঢুকে অরবৃন্দু বাড়ৈ, দীপঙ্কর বাড়ৈ, সুপঙ্কর বাড়ৈ মিলে দোকানদার অমল বালাকে মারধর করেছে। এব্যাপারে বাজার কমিটির সভাপতি অপূর্ব লাল হালদার বলেন বিষটি আমি সুনেছি। উভয় পক্ষের সাথে কথা বলে একটি সমাধানের চেষ্টা করবো।
Leave a Reply