মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥ বরিশালের মেহেন্দিগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান চালানোর সময় নৌ-পুলিশকে বাঁধা দিয়ে জেলেরা ইটপাটকেল নিক্ষেপ করে দুইজনকে আহত করেছে। এসময় আত্মরক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে নৌ পুলিশ এক রাউন্ড শর্টগানের ফাঁকা গুলিবর্ষণ করে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের গজারিয়া নদীতে এই ঘটনা ঘটে।
কালীগঞ্জ নৌ-পুলিশের ইনচার্জ শাখাওয়াত হোসেন জানান, গুলি ছুঁড়ে জেলেদের ছত্রভঙ্গ করে নৌ পুলিশের আহত ২ সদস্যকে উদ্ধার করা হয়। আহতরা হলেন, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. মঈন উদ্দিন এবং কনস্টেবল আনোয়ারুল হক। তাদেরকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় জেলেদের অভিযুক্ত করে মেহেন্দিগঞ্জ থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply