নিজস্ব প্রতিবেদক ॥ “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন ” এই শ্লোগান কে সামনে রেখে বরিশালে ৪৯ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ই) নভেম্বর দুপুরে নগরীর অশ্বিনী কুমার হল মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় করেন বরিশাল সিটি করপোরেশন মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বরিশাল সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে বরিশাল স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে আরো বক্তৃতা করেন বরিশাল বিভাগীয় বিভাগীয় কার্যালয়ের যুগ্ন নিবন্ধক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার),বরিশাল প্রেস ক্লাব সভাপতি এ্যাড, মানবেন্দ্রক বটব্যাল,জেলা সমবায় কর্মকর্তা গোলাম কবীর সুরুজ,বরিশাল সমবায় ব্যাংক পেিচালক হাসান মাহমুদ বাবু,দি-বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি লিঃ সম্পাদক বীর মুক্তিযুদ্ধ এনায়েত হোসেন চৌধুরী সহ বিভিন্ন সমবায়ী নেতৃবৃন্দ। এর পর্বে জেলা সমবায় কর্মকর্তারা জাতীয় সংগীত পরিবেশনা ও জাতীয় দলীয় সহ দলীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের উদ্ধোধন করেন প্রধান অতিথি বরিশাল সিটি মেয়র। পরে জেলা সমবায় কর্মকর্তারা প্রধান অতিথি সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ বিশেষ অতিথিদের ফুলের শুভেচ্ছা জানিয়ে বরন করেন।
Leave a Reply