বাকেরগঞ্জ প্রতিনিধি ॥ বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের পশ্চিম লক্ষীপাশা গ্রামের মৃত সেরাজ উদ্দিন হাওলাদারের পুত্র সেকান্দার হাওলাদারের সম্পত্তি থেকে বাকেরগঞ্জ পৌরসভা ৯ নং ওয়ার্ডের মৃত মৌলভী মোজাফফর আলী জমাদ্দার এর পুত্র মোঃ আলাউদ্দিন জমাদ্দার ২৬ বছর আগে জে,এল ৪৮ মৌজার ২৩৭ নং খতিয়ানের হাল ১১১৬ এবং ৪৮ মৌজার এস, এ ৭৩২ নং খতিয়ানের হাল দাগ ১১৭৪ থেকে মোট ১৬ শতাংশ সম্পত্তি ছাপকবালা হিসেবে ক্রয় করে ভোগ দখলে থেকে গাছপালা লাগিয়ে বাগান বাড়ি তৈরি করেন। সিকান্দার আলী হাওলাদার ও তার ভূমিদস্যু দুই পুত্র রুহুল আমিন হাওলাদার ও শামীম হাওলাদার ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে গত ৩ জুলাই শুক্রবার সকাল দশটার সময় জোরপূর্বক ভাবে জমি দখল ও গৃহ নির্মাণের জন্য নির্মাণাধীন সামগ্রী নিয়ে আলাউদ্দিন জমাদ্দারের ক্রয় কৃত সম্পত্তি যাহার দলিল নাম্বার ২৬৮৮ জবর দখলের চেষ্টা চালায়। আলাউদ্দিন জমাদ্দার পেশাগত কাজে ঢাকায় বসবাস করেন লোক মারফত খবর পেয়ে তাহার পুত্র সজীব জমাদ্দার কে সরোজমিনে পাঠাইলে ভূমিদস্যু রুহুল আমিন হাওলাদার শামীম হাওলাদার ও তার ভাড়াটে সন্ত্রাসীরা খুন জখম করিবার হুমকি- ধামকি দিয়ে সজীবকে তাড়িয়ে দেয়। স্থানীয়ভাবে কোনো সুরাহা না পেয়ে আলাউদ্দিন জমাদ্দারের পুত্র সজিব জমাদ্দার গত ৪ জুলাই বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানা পুলিশের কাছে কোনো সুরাহা না পেয়ে আলাউদ্দিন জমাদ্দার বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের ১৪৪/১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন এম,পি কেস নং -১০৩। এই বিষয়ে জমির মালিক আলাউদ্দিন জমাদ্দার জানান, আমার সীমানা নির্ধারণের পিলার উপড়ে ফেলে ভূমিদস্যুরা নতুন করে পিলিয়ার বসিয়ে জমি দখলের অপচেষ্টা চলমান রেখেছে। আমি সহ আমার পরিবার বাধা দিতে গেলে আমাদেরকে বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকি দেয় আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
Leave a Reply