বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বাকেরগঞ্জ উপজেলার ১৪ নং নিয়ামতি ইউনিয়ন এর নিয়ামতি বাজারে মৃত সেকান্দার আলী মৃধার পুত্র শাহজাহান মৃধার বসতবাড়ি ও দোকানপাটে গত ৭ নভেম্বর দুপুর ১ টায় ভূমিদস্যু ও সন্ত্রাসীরা জোরপূর্বক জমি দখলের উদ্দেশ্যে ভাঙচুর ও লুটপাট চালায়। এই সন্ত্রাসী ও ভূমি দস্যুদের নানা কিসিমের অপরাধে পুরো ইউনিয়নের জনসাধারণ আতঙ্কে দিন কাটাচ্ছে। নিয়ামতি বাজারে দিনে-দুপুরে প্রকাশ্যে লুটপাট ও ভাঙচুরের ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।
৭ নভেম্বর ভুক্তভোগী শাহজাহান মৃধা ১১ জনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে, শাহজাহান মৃধা ছাপ কবলা সূত্রে জমির মালিক দলিল নাম্বার ৫১২০। তিনি ২০০৫ সালে রেকর্ড সংশোধন পূর্বক খাজনাদী পরিশোধ করে বিল্ডিংয়ের বসত ও দোকান ঘর উত্তোলন করিয়া ভোগ দখলে অাছেন। চিহ্নিত চাঁদাবাজ ও ভূমিদস্যুরা শাহজাহান মৃধার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে চাঁদার টাকা না দিলে জমির অর্ধাংশ তাহাদের নামে দলিল করিয়ে দেয়ার হুমকি-ধামকি দিয়ে আসছে। তাহাদের ভয়ে বিভিন্ন সময় সর্বমোট ১ লক্ষ টাকা চাঁদা দিয়ে থাকেন। এক পর্যায়ে শাজাহান মৃধা বাড়িতে না থাকার সুযোগে জমি দখলের উদ্দেশ্যে বসতঘর ও দোকানপাট ভাঙচুর ও লুটপাট চালায়। সন্ত্রাসী ও ভূমিদস্যুরা ট্রাক বোঝাই করে সাতটি দোকান ও বসতঘর আসবাবপত্র সহ নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় ও শাজাহান মৃধার স্ত্রীকে হুমকি দেয় এই ঘটনার বিষয়ে তাদের বিরুদ্ধে মামলা ও অাইনগত ব্যবস্থা নিলে হত্যার হুমকি দেয়।
এই বিষয়ে শাহজাহান মৃধার স্ত্রী মমতাজ বেগম জানান, মোঃ অালমগীর মৃধা,বিমল চন্দ্র সাহা,মোঃ বেল্লাল,ও ইউপি সদস্য বিমল কাঁলা চাঁদ এর নেতৃত্বে ১৫ /২০ জন সন্ত্রাসী ও ভূমিদস্যুরা লুটপাট ও ভাঙচুর চালিয়ে সব মালামাল নিয়ে যায়।
Leave a Reply