নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা প্রর্যায়ের ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়ার্ড এর পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ই) নভেম্বর দুপুরে বরিশাল সার্কিট হাউজ ধাঁনসিড়ি মিলনায়তন সভা কক্ষে অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে ও বরিশাল জেলা জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার) অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস,বরিশার সরকারী বজ্রমোহন (ভারপ্রাপ্ত) অধ্যাক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিন,কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ প্রফেসর ড.এস এম তাওহিদুল ইসলাম প্রমুখ।
এসময় প্রধান অতিথি মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, আমাদের দেশে অনেক বিজ্ঞানী রয়েছে যাদের নিয়ে আমরা অনেক দুর এগিয়ে যেতে পারি। আমরা আসলে অনেক কিছুই পারি কিন্তু প্রতিষ্ঠান রক্ষার মানুষ খুঁজে পাই না। আমাদেে জীবন-যাপনের জন্য বিলাশ বহুল যান-বাহন ও লঞ্চ হয়েছে কিন্তু পরিবেশ রক্ষা করার বিজ্ঞান মত যন্ত্রপাতি ব্যবহার করা হয় না। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি মনোযোগী করার জন্য জেলা প্রশাসন ও শিক্ষকদের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, বিদেশীদের রাস্তায় কোন পুলিশ দিয়ে নিয়ন্ত্রন করা লাগে না শুধু বিজ্ঞানের কারনে সেখানে তারা ক্যামেরা দিয়ে সব কিছু নিয়ন্ত্রন করে থাকে। পরে তিনি তিনদিন ব্যাপি বিজ্ঞান মেলা অংশ নেয়া জেলা ও নগরীর বিভিন্ন স্কুল ও কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
Leave a Reply